ঘড়ির কাঁটা তখন রাত ১টা পেরিয়ে গিয়েছে। কোঝিকোড় এবং মল্লপুরমের ব্লাড ব্যাঙ্কগুলিতে সারি দিয়ে দাঁড়ানো বহু মানুষ। করোনার কারণে দূরত্ববিধি মেনে, হাতে গ্লাভস আর মুখে মাস্ক পরে ওঁরা দাঁড়িয়ে রক্ত দেবেন বলে। কোঝিকোড়ের কারিপুর আন্তর্জাতিক বিমানবন্দরে একটু আগেই বিমান ভেঙে মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের। তা ছাড়া সকালেই ইড্ডুক্কি-তে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়েছে। বিমান দুর্ঘটনায় আহতদের উদ্ধারকাজ তখনও চলছে। যদি এঁদের চিকিৎসার জন্য রক্ত লাগে? তাই রাত হলেও করোনার ভয়কে অগ্রাহ্য করেই ছুটে এসেছেন বহু মানুষ।
কান্নুরের ছবিটা আবার অন্য। কারিপুরে যে সব বিমানের নামার কথা ছিল, তত ক্ষণে সিদ্ধান্ত হয়েছে, সেগুলি নামবে কান্নুরে। অত রাতে বিমানের যাত্রীরা কান্নুরে নেমে খাবার কোথায় পাবেন? তাই অতিমারি বা সময়ের তোয়াক্কা না করেই স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি করে তা প্যাকেটবন্দি করতে ব্যস্ত একদল।
দু’টো ছবিই কেরলের। ইশ্বরের আপন দেশের। মাস তিনেক আগে বাজি-ভরা ফল খেয়ে গভর্বতী হাতির মৃত্যুর পরে রাতারাতি খলনায়ক হয়ে গিয়েছিল গোটা রাজ্যটা! কেন্দ্রের মন্ত্রী থেকে রূপোলি পর্দার নায়ক-নায়িকা বা ক্রিকেটার- ওই ঘটনার জন্য সকলেই নানা সুরে গোটা রাজ্যকে তুলোধনা করেছিলেন। ওই একই সময়ে দেশের আরও কয়েকটি জায়গায় এই ধরনের ঘটনা সামনে এলেও তা নিয়ে অবশ্য মুখ খোলেননি এঁরা। সেই রাজ্যের এমন ছবিই তুলে ধরে শনিবার দিনভর কেরলের মানবিকতার প্রশংসায় পঞ্চমুখ হলেন নেটিজেনরা।