Advertisement
২২ মে ২০২৪
Bihar

মৃত ছেলে কোলে হাঁটলেন মা

শিশুটির বাবা গিরেজ কুমার জানান, দু’দিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিল শিশুটি। ছেলের মৃত্যুর জন্য জহানাবাদ হাসপাতালের চিকিৎসকদের অবহেলাকেই দায়ী করেছেন শিশুটির পরিবার।

 ছেলেকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে মা। ছবি: সংগৃহীত।

ছেলেকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে মা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
জহানাবাদ শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০৩:০৩
Share: Save:

লকডাউনের জেরে মিলল না অ্যাম্বুল্যান্স। কোনও মতে টেম্পো ভাড়া করে অসুস্থ সন্তানকে নিয়ে শুক্রবার জহানাবাদের সদর হাসপাতালে পৌঁছেছিলেন বিহারের শাহপার গ্রামের এক দম্পতি। সেখান থেকে তিন বছরের শিশুটিকে রেফার করা হয় পটনা মেডিক্যাল কলেজে। তবে ব্যবস্থা করা যায়নি অ্যাম্বুল্যান্সের। চিকিৎসার অভাবে পথেই মৃত্যু হল শিশুটির। মৃত সন্তানের দেহ কোলে ৪৮ কিলোমিটার হাঁটলেন ওই দম্পতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই দম্পতির একটি ভিডিয়ো, যেখানে মৃত সন্তানকে কোলে নিয়ে শিশুটির বাবাকে বলতে শোনা গিয়েছে, ‘‘আর অ্যাম্বুল্যান্সের দরকার নেই আমাদের।’’

শিশুটির বাবা গিরেজ কুমার জানান, দু’দিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিল শিশুটি। ছেলের মৃত্যুর জন্য জহানাবাদ হাসপাতালের চিকিৎসকদের অবহেলাকেই দায়ী করেছেন শিশুটির পরিবার। ঘটনায় সদর হাসপতালের ম্যানেজারকে সাসপেন্ড করেছে জেলা প্রশাসন। শো-কজ় করা হয়েছে কয়েক জন চিকিৎসককেও। জেলা ম্যাজিস্ট্রেট নবীন কুমার জানান, যে কোনও পরিস্থিতিতেই রোগীকে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে হবে। তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bihar Health
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE