Advertisement
০৩ মে ২০২৪

নমোয় অনুমোদিত অনুষ্ঠানই: বিজেপি

ভোটের ক’দিন আগে চালু হওয়া ‘নমো টিভি’ নিয়ে বিরোধীদের সমবেত প্রতিবাদের মুখে চ্যানেলটির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিলেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ০৩:৪৬
Share: Save:

ভোটের মুখে অস্বস্তি এড়াতে ‘নমো টিভি’ নিয়ে দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিককে আশ্বস্ত করল বিজেপি। আগে থেকে অনুমোদিত অনুষ্ঠান ছাড়া অন্য কোনও অনুষ্ঠান যাতে ‘নমো টিভি’তে সম্প্রচার না করা হয়, তা নিয়ে কমিশনকে নিশ্চয়তা দিয়েছে বিজেপি।

ভোটের ক’দিন আগে চালু হওয়া ‘নমো টিভি’ নিয়ে বিরোধীদের সমবেত প্রতিবাদের মুখে চ্যানেলটির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিলেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্দেশ লঙ্ঘনের ঘটনা যাতে না ঘটে, সে দিকে নজর রাখতে কাল দু’জন আধিকারিককেও নিয়োগ করেছে কমিশন।

‘নমো টিভি’তে লাগাতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস। প্রতিবাদের মুখে নির্বাচন কমিশন দু’দিন আগেই জানিয়ে দেয়, বিশেষ বিজ্ঞাপনী পরিষেবা’র নাম করে ওই চ্যানেলে আগে থেকে রেকর্ড করা যে সব অনুষ্ঠান চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। বিজেপি যেহেতু চ্যানেলটির দায় স্বীকার করেছে, তাই তাদের এ নিয়ে চিঠিও দিয়েছিল কমিশন। সূত্রের খবর, এর পরেই বিজেপি চ্যানেলটিতে সম্প্রচারের জন্য তৈরি বিভিন্ন বিষয়বস্তু জমা দিয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ওই সব বিষয়বস্তু কমিশনের ‘মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি’ খতিয়ে দেখছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE