Advertisement
৩০ এপ্রিল ২০২৪
general-election-2019-national

শরিকদের জয় দেখছে না বিজেপি

বড়োল্যান্ড বিপিএফের শাসনাধীন হলেও গত বারের মতো এবারেও সেখানে অ-বড়ো প্রার্থী তথা বর্তমান সাংসদ নব শরণিয়ার পাল্লাই ভারী। প্রমীলাদেবী নিজেও বলেন, ‘‘বড়ো ছাত্র সংগঠন ও অন্য বড়ো সংগঠনগুলির বিরোধিতা ও বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ফলেই আমার জয়ের আশা শেষ।’’

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২১ মে ২০১৯ ০২:৩০
Share: Save:

লোকসভা ভোটে অসমে বিজেপি একক ভাবে ভাল ফল করলেও এনডিএ-র শরিকদলে প্রার্থীদের কারও জয়ের কোনও সম্ভাবনা দেখছে না বিজেপি। প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাসের কথায়, ‘‘যে তিনটি আসন অগপকে ছাড়া হয়েছিল সেই বরপেটা, কলিয়াবর ও ধুবুড়িতে অগপ প্রার্থীদের জয়ের সম্ভাবনা নেই।’’ পাশপাশি, কোকরাঝাড়ে জোট শরিক বিপিএফের প্রার্থী তথা সমাজকল্যাণমন্ত্রী প্রমীলারানি ব্রহ্ম এক-তৃতীয়াংশেরও কম ভোট পাবেন বলে মনে করেন রঞ্জিতবাবু।

বড়োল্যান্ড বিপিএফের শাসনাধীন হলেও গত বারের মতো এবারেও সেখানে অ-বড়ো প্রার্থী তথা বর্তমান সাংসদ নব শরণিয়ার পাল্লাই ভারী। প্রমীলাদেবী নিজেও বলেন, ‘‘বড়ো ছাত্র সংগঠন ও অন্য বড়ো সংগঠনগুলির বিরোধিতা ও বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ফলেই আমার জয়ের আশা শেষ।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

রঞ্জিত দাসের মতে, শরিকদলের নেতাদের একাংশ নাগরিকত্ব বিল নিয়ে বিজেপির তীব্র বিরোধিতা করেছেন। কিন্তু ভোটে ওই বিলের কোনও প্রভাবই পড়েনি।’’ ইতিমধ্যেই অগপ দলের ভিতরে নেতৃত্ব বদলের দাবি উঠেছে, দেখা দিয়েছে ভাঙন। অগপ একটিও আসন না পেলে সেই সম্ভাবনা আরও বাড়বে। নেডা চেয়ারম্যান হিমন্তবিশ্ব শর্মার মতে, ‘‘অসমে এনডিএ জোট এবার ৯-১০টি আসন পাবে। উত্তর-পূর্বের ২৪টি আসনের মধ্যে পাবে ১৭ থেকে ১৯টি আসন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE