সাত পাক ঘোরার সময় এক এক করে সাতটি শপথ নিয়েছিলেন নবদম্পতি। সাত পাক ঘোরা শেষ হয়ে গেলে পাশাপাশি বসে পড়েন তাঁরা। কিন্তু নতুন বরের আবদারের শেষ নেই। অতিথি এবং পুরোহিতের অনুমতি নিয়ে তিনি একটি অতিরিক্ত শপথ গ্রহণ করতে চান। কিন্তু সেই প্রস্তাবে তাঁর স্ত্রীকে রাজি হতেই হবে, শর্ত রাখলেন তরুণ। অষ্টম শপথ গ্রহণের অনুমতি পেলে সকলের সামনে সেই তরুণ এমন দাবি করে বসলেন যে, সকলে হাসাহাসি করতে শুরু করে দিলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘শাদিরিলজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিয়ের পোশাকে পাশাপাশি বসে রয়েছেন নবদম্পতি। মাইক হাতে শপথগ্রহণ করতে ব্যস্ত নতুন বর। পাত্র দিল্লির বাসিন্দা। তাঁর নাম ময়াঙ্ক। পাত্রীর নাম দিয়া। চণ্ডীগড়ে বিয়ের অনুষ্ঠান হয়েছিল তাঁদের।
সাত পাক ঘোরার সময় সাত বার শপথ গ্রহণ করেছিলেন নবদম্পতি। তবে, তরুণ চাইছিলেন আরও এক বার শপথ গ্রহণ করতে। তরুণের শর্ত ছিল একটাই। তরুণের কথায় রাজি হতে হবে স্ত্রীকে। অতিথি এবং পুরোহিতের অনুমতি নিয়ে তরুণ বললেন, ‘‘এর পর থেকে ঘরে এসি চালালে তার তাপমাত্রা আমি নিয়ন্ত্রণ করব।’’ তরুণের এই কথা শুনে হেসে গড়িয়ে পড়লেন অতিথিরা। সকলের সামনে লজ্জায় রাঙা হলেন নববধূ। হাসিমুখে অবশ্য সেই শর্তে রাজিও হলেন তিনি।