জল্পনা চলছিল কয়েক দিন ধরেই। আডবাণী-জোশীদের ক্ষোভ প্রশমনে এবং দলের অস্বস্তি ঢাকতে অবশেষে দলের দুই মার্গদর্শকের সঙ্গে দেখা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সোমবার ইস্তাহার প্রকাশের আগেও এই সাক্ষাৎ হতে পারে রাজনৈতিক মহলে গুঞ্জন চরমে উঠেছিল। শেষ পর্যন্ত সেইসাক্ষাৎ হল। তবে ইস্তাহার প্রকাশের পরএবং লোকসভা ভোট শুরুর ঠিক ঠিক দু’দিন আগে। বিজেপির বর্ষীয়ান দুই প্রতিষ্ঠাতা সদস্যের সঙ্গে দেখা করে ইস্তাহার এবং সাম্প্রতিক দলের অবস্থান নিয়ে কথা বললেন অমিত শাহ।
নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি দলের রাশ হাতে নেওয়ার পরই লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশীর মতো প্রবীণ নেতাদের মার্গদর্শক মণ্ডলীতে স্থান দিয়ে কার্যত রাজনৈতিক সন্ন্যাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার প্রমাণ মেলে, গত কয়েক বছরে একটিও মার্গদর্শক মণ্ডলীর বৈঠক হয়নি। দুই নেতাও রাজনীতির মূলস্রোত থেকে নিজেদের কার্যত সরিয়েই নিয়েছিলেন। কিন্তু প্রার্থী না করার ঘোষণার পর রাজনৈতিক শিবিরে যে তীব্র প্রতিক্রিয়া হয়, তাতে আর চুপ থাকতে পারেনি বিজেপি। দুই নেতাকে নিয়ে অস্বস্তি ঢাকতেই তাই শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে দেখা করলেন।
কী বলেছেন অমিত শাহ? আডবাণী-জোশীরাই বা কী প্রতিক্রিয়া? সে সব অবশ্য প্রকাশ্যে আনতে চাইছে না বিজেপি। তবে দলীয় সূত্রে খবর, দলের ইস্তাহার এবং তার বিষয়বস্তু সম্পর্কে দুই নেতাকেই তথ্য দিয়েছেন অমিত শাহ। ইস্তাহার নিয়ে দুই নেতার মতামতও নিয়েছেন বিজেপি সভাপতি। কেন দল ৭৫ বছর বয়সের বেশি নেতাদের প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে, সেই ব্যাখ্যাও দেন অমিত। কিন্তু প্রার্থী না করার সিদ্ধান্ত দলের শীর্ষ নেতারা না জানিয়ে সাধারণ সম্পাদক রাম লালকে দিয়ে বার্তা পাঠানো হল কেন, তা নিয়ে সম্ভবত আলোচনা হয়নি। হলেও বিজেপি সূত্রে সেই অস্বস্তিকর প্রসঙ্গ নিয়ে কেউ মন্তব্য করতে রাজি হননি।