Advertisement
E-Paper

তারকা-ছটায় মুম্বইয়ে ভোট যেন উৎসবই

মহারাষ্ট্রে মোট ১৭টি আসনে ভোট ছিল আজ, তার মধ্যে শুধু মুম্বই থেকেই ছ’টি। ফলে সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে তারকার ঢল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ০২:৫৮
ভোটের কালি: বুথ থেকে বেরিয়ে অভিষেক, ঐশ্বর্যা, জয়া ও অমিতাভ বচ্চন। সোমবার মুম্বইয়ে। ছবি: পিটিআই।

ভোটের কালি: বুথ থেকে বেরিয়ে অভিষেক, ঐশ্বর্যা, জয়া ও অমিতাভ বচ্চন। সোমবার মুম্বইয়ে। ছবি: পিটিআই।

তারকাদের হাসি মুখ, আঙুলে কালি।

মহারাষ্ট্রে মোট ১৭টি আসনে ভোট ছিল আজ, তার মধ্যে শুধু মুম্বই থেকেই ছ’টি। ফলে সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে তারকার ঢল। তিন খান-সহ প্রিয়ঙ্কা চোপড়া, রেখা, অমিতাভ, মাধুরী, সচিন তেন্ডুলকর, সকলেই ভোর ভোর এসে আঙুল রাঙিয়েছেন। মুম্বইয়ে মোট ভোট পড়েছে পঞ্চাশ শতাংশের কিছু বেশি।

টুইটারে ছবি আপলোড করেছেন প্রিয়ঙ্কা। লিখেছেন, ‘‘প্রতিটা ভোট দেশের জন্য এক একটা আওয়াজ।’’ মাধুরীর টুইট, ‘‘ভোট আমাদের অধিকার, আসুন সেটাকে বুদ্ধির সঙ্গে ব্যবহার করি। আমাদের দেশের ভবিষ্যৎ আমাদেরই হাতে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সকাল সকাল ভোট দিয়েছেন শাহরুখ খান, সঙ্গে খুদে আব্রাম। এসেছিলেন সলমন এবং সস্ত্রীক আমিরও। সাংবাদিকদের সামনে কালি লাগানো আঙুল নিয়ে ছবি তুলেছে বচ্চন পরিবার। ছোট্ট তৈমুরকে নিয়েই ভোট দিয়ে গিয়েছেন করিনা কপূর।

এ দিন ভোটাধিকার প্রয়োগ করেছেন উত্তর মুম্বই থেকে কংগ্রেসের প্রার্থী ঊর্মিলা মাতণ্ডকর। উত্তর-মধ্য মুম্বই থেকে লড়ছেন প্রিয়া দত্ত এবং পুনম মহাজন। ভোট দিয়েছেন দু’জনেই। বাদ যাননি সঞ্জয় দত্তও। মেয়ে এষা ও অহনার সঙ্গে ভোট দিয়েছেন বিজেপি নেত্রী হেমা মালিনী।

এ দিন সপরিবার ভোট দিয়েছেন সচিন তেন্ডুলকর। টুইটারে ভিডিয়ো বার্তা দিয়ে সচিন জানিয়েছেন, এ বারের ভোট তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ তাঁর মেয়ে সারা ও ছেলে অর্জুন এ বার প্রথম ভোট দিল। বুথ থেকে বেরিয়ে সেই ছবিও পোস্ট করেন সচিন।

আশা ভোঁসলে থেকে শুরু করে বিদ্যা বালন, দিয়া মির্জা, সকাল সকাল ভোটপর্ব সেরেছেন। বাবা রাকেশ রোশনের সঙ্গে ভোট দিয়েছেন হৃত্বিক। বরুণের সঙ্গে দেখা মিলেছে বাবা ডেভিড ধাওয়ানের। ভোট দিয়ে বেরিয়ে চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই টুইটারে ছবির সঙ্গে লিখে ফেলেছেন দু’লাইন পদ্যও।

এ দিন সকালে একাই ভোট দিতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। বাবার সঙ্গে ভোট দিতে এসেছিলেন রণবীর সিংহ। ভোট দেন অনুষ্কা শর্মাও। বুথ থেকে বেরিয়ে ক্যামেরার জন্য পোজ় দিতে দেখা গিয়েছে রণবীর কপূরকেও। ভোট দিয়েছেন গুলজার, জাভেদ আখতার ও শাবানা আজমি। এসেছেন ফারহান আখতার। ভোট দিয়ে ছবি আপলোড করেছেন অর্জুন রামপাল, কাজল, অজয় দেবগন, শ্রদ্ধা কপূর, কঙ্গনা রানাবত।

Election 2019 Phase 4 Lok Sabha Election 2019 Mumbai মুম্বই
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy