Advertisement
E-Paper

মুম্বই-উত্তর উদ্ধারে এখন কংগ্রেসের ভরসা ঊর্মিলা

সূত্রের খবর, ঊর্মিলাকে মুম্বই-উত্তর কেন্দ্রে প্রার্থী করার ব্যাপারে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছিলেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি মিলিন্দ দেওরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০৪:২২
নয়া ইনিংস: কংগ্রেস দফতরে ঊর্মিলা মাতণ্ডকর। শুক্রবার বোরীভেলীতে। ছবি: পিটিআই।

নয়া ইনিংস: কংগ্রেস দফতরে ঊর্মিলা মাতণ্ডকর। শুক্রবার বোরীভেলীতে। ছবি: পিটিআই।

মুম্বই-উত্তর লোকসভা কেন্দ্রে ১৫ বছর পর আবার তারকা প্রার্থী দাঁড় করাল কংগ্রেস। এ বার ওই আসনে হাত চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া রুপোলি পর্দার নায়িকা ঊর্মিলা মাতণ্ডকর। ২০০৪ সালে ওই আসন থেকে কংগ্রেস প্রার্থী করেছিল আর এক বলিউড তারকা গোবিন্দকে। সে বার গোবিন্দ জিতেওছিলেন।

সূত্রের খবর, ঊর্মিলাকে মুম্বই-উত্তর কেন্দ্রে প্রার্থী করার ব্যাপারে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছিলেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি মিলিন্দ দেওরা। এর পরেই তাঁকে ওই কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করে কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে আসনটি কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন বিজেপির গোকুলনাথ শেট্টি। ঊর্মিলাকে প্রার্থী করার পর তাঁর প্রতিক্রিয়া, ‘‘সঞ্জয় নিরুপম জানতেন তিনি হারবেন। তাই তিনি পরাজয়ের মালাটি নিজের গলা থেকে খুলে ঊর্মিলার গলায় পরিয়ে দিয়েছেন। ঊর্মিলাও হারবেন। তার পরে আর ফিরে আসবেন না।’’

রাহুল গাঁধীর সঙ্গে আলোচনার পর বছর পঁয়তাল্লিশের ঊর্মিলা গত বুধবার কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছিলেন, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই করতেই তাঁর রাজনীতির ময়দানে আসা। তাঁর পরিবার মোহনদাস কর্মচন্দ গাঁধী, জওহরলাল নেহরুর আদর্শে বিশ্বাসী। কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি বলেছিলেন, ‘‘আমি জানি, চলচ্চিত্র তারকারা রাজনীতিতে যোগ দিলে তাঁরা নিজেদের গ্ল্যামার দিয়ে সকলকে কাছে টানতে চান। কিন্তু এ সব ব্যাপার মাথায় আনছি না। ভোট প্রচারে কখনও বলিউডকে টানব না।’’ আজ ঊর্মিলাকে সমর্থন করবে বলে জানিয়েছে মহারাষ্ট্রের শ্রমিক সংগঠনগুলিও। সংগঠনের এক নেতা বলেন, ‘‘ওঁর বাবা যে ভাবে রাজ্যের শ্রমিক আন্দোলনকে সমর্থন করতেন, সে কথা মাথায় রেখেই আমরা ঊর্মিলার পাশে দাঁড়াতে চাই।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আজ ঊর্মিলা বোরীভেলীতে কংগ্রেস অফিসে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। একটি গুরুদ্বারেও যান তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মুম্বই-উত্তর পুনরুদ্ধারে ফের বলিউডের উপরই আস্থা রাখছে কংগ্রেস। ২০০৪ সালে তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী রাম নায়েকের বিরুদ্ধে গোবিন্দকে কংগ্রেস প্রার্থী করেছিল। সেই নির্বাচনে জিতেওছিলেন ওই বলিউড তারকা। ২০০৯-এর ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করলেও ওই আসনে জয়লাভ করেছিল কংগ্রেসের সঞ্জয় নিরুপম।

Lok Sabha Election 2019 Congress Urmila Matondkar লোকসভা ভোট ২০১৯
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy