Advertisement
০৩ মে ২০২৪
National News

রাজনীতিতে নয়া যুগ শুরু করতে চান, দলীয় প্রতীক মিলতেই জানালেন কমল হাসন

কমল আগেই জানিয়েছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর ৩৯টি লোকসভা আসনেই লড়বে এমএনএম। এ ছাড়া, পুদুচেরির একটি আসনেও প্রার্থী দিয়েছে তারা।

রাজনীতির আঙিনাতে নতুন যুগের সূচনা করতে চান কমল হাসন। ছবি: সংগৃহীত।

রাজনীতির আঙিনাতে নতুন যুগের সূচনা করতে চান কমল হাসন। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ১৮:২২
Share: Save:

সিনেমার পর্দায় সুপারস্টার। এ বার তামিল তথা ভারতীয় রাজনীতিতেও ‘সুপারস্টার’ হতে চান তিনি। রাজ্য তথা দেশীয় রাজনীতির আঙিনাতেও নতুন যুগের সূচনা করতে চান। এমনটাই আশা দক্ষিণী সিনেমার নায়ক অধুনা রাজনীতিক কমল হাসনের।

রবিবার কমলের রাজনৈতিক দল মক্কল নিধি মইয়ম (এমএনএম)-কে প্রতীক হিসাবে ‘ব্যাটারি টর্চ’ প্রদান করেছে নির্বাচন কমিশন। কমল আগেই জানিয়েছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর ৩৯টি লোকসভা আসনেই লড়বে এমএনএম। এ ছাড়া, পুদুচেরির একটি আসনেও প্রার্থী দিয়েছে তারা।

কমিশন থেকে প্রাপ্ত দলীয় প্রতীককে আক্ষরিক অর্থেই তামিল তথা ভারতীয় রাজনীতির নতুন যুগের প্রতীক হিসাবে দেখতে চান কমল। এ দিন দলীয় প্রতীক মেলার পর নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিয়ে টুইট করে তিনি এই সিদ্ধান্তকে একেবারে যথাযথ আখ্যা দিয়েছেন তিনি। কমলের কথায়, “তামিল তথা ভারতীয় রাজনীতিতে নয়া যুগের সূচনায় মশালবাহক হতে চায় এমএনএম।”

ভারতে সাধারণ নির্বাচনের ইতিহাস সম্পর্কে এই তথ্যগুলি জানেন কি?

আরও পড়ুন: লোকসভা নির্বাচনে ১১ এপ্রিল থেকে সাত দফায় ভোটগ্রহণ, ফল ঘোষণা ২৩ মে

তামিলনাড়ুতে আসন্ন লোকসভা নির্বাচনী লড়াইয়ে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে ডিএমকে। অন্য দিকে, ক্ষমতাসীন এআইএডিমকে বিজেপি-র সঙ্গে জোট বেঁধেছে। গত বছরের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠনের পর লোকসভা নির্বাচনেও লড়াই করার কথা ঘোষণা করেন কমল। তবে সবক’টি আসনেই একলা চলার নীতি নিয়েছেন তিনি।

আরও পড়ুন: ঘরে পাকিস্তানি কনে আনলেন পঞ্জাবি বর, সৌজন্যে সমঝোতা এক্সপ্রেস

রাজনীতির ময়দানে নতুন হলেও সম্প্রতি নিজের দলকে ‘এ টিম’ হিসাবে দাবি করেছেন কমল। পাশাপাশি, সবক’টি নির্বাচনেই জয়ী হওয়ারও আশা প্রকাশ করেছেন কমল। কমলের মতোই আর এক দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত সক্রিয় রাজনীতিতে যোগ দিলেও অবশ্য আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন না বলে আগেই জানিয়েছেন।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE