Advertisement
২৪ এপ্রিল ২০২৪
priyanka gandhi

বিপুল আত্মপ্রকাশ, রোড শোয়ের দিনই টুইটারে যোগ দিলেন প্রিয়ঙ্কা

সোমবার উত্তরপ্রদেশে তাঁর রোড শো। সক্রিয় রাজনীতিতে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা যোগদানের পর থেকেই দলের কর্মী-সমর্থকেরা বাড়তি অক্সিজেন পেয়েছেন বলে শোনা যাচ্ছে।

প্রিয়ঙ্কা গাঁধী। ছবি পিটিআই

প্রিয়ঙ্কা গাঁধী। ছবি পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২২
Share: Save:

সোমবার উত্তরপ্রদেশে তাঁর রোড শো, প্রায় ৩০ কিমি দীর্ঘ রোড শো দিয়েই জনসংযোগ শুরু করলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। একই দিনে আত্মপ্রকাশ করলেন সোশ্যাল মিডিয়াতেও।

এ বার জনসাধারণের আরও খানিকটা কাছাকাছি যাওয়ার জন্য কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা সোমবারেই যোগ দিলেন টুইটারেও। কয়েক মিনিটের মধ্যেই টুইটারে কয়েক হাজারেরও বেশি ফলোয়ার পেলেন প্রিয়ঙ্কা। লোকসভা নির্বাচনের আগে টুইটারকেও হাতিয়ার করতে চলেছেন প্রিয়ঙ্কা, এমনটাই বলছেন রাজনৈতিক মহল।

প্রথমে অডিও বার্তার মাধ্যমে মানুষের মন বুঝে নেওয়ার কথা বলেছিলেন প্রিয়ঙ্কা। এর পরই যোগ দিলেন টুইটারে।

সোমবার সকাল ১১.৪৯ মিনিটে এই মাইক্রোব্লগিং সাইটে প্রিয়ঙ্কার যোগদানের কথা জানানো হয় কংগ্রেসের তরফে। ১৫ মিনিটের মধ্যেই ইন্দিরা-রাজীবের উত্তরসূরি প্রিয়ঙ্কার ফলোয়ার সংখ্যা ৪০ হাজার ছাপিয়ে যায়। যদিও দুপুর ১২.৪০ পর্যন্ত প্রিয়ঙ্কা কোনও পোস্ট করেননি।

আরও পড়ুন: রাহুলকে পাশে নিয়ে ৩০ কিলোমিটার রোড শো প্রিয়ঙ্কার, সরগরম লখনউ

মানুষের মন বুঝে এক অডিয়ো বার্তা প্রকাশ করেছেন প্রিয়ঙ্কা। কংগ্রেস সমর্থকদের কথায়, প্রিয়ঙ্কার আগমনবার্তায় উত্তরপ্রদেশে যেন নতুন করে প্রাণসঞ্চার হয়েছে।

আরও পড়ুন: ১০ ঘণ্টা সিবিআই অফিসে রাজীব, এক সঙ্গে বসানো হল কুণালকেও, আজ ফের তলব​

লোকসভা নির্বাচনের আগে যোগীরাজ্যে রাস্তায় নেমে দাপট দেখানোর এই ‘প্রাণশক্তি’টাই আসলে কংগ্রেস শিবির চাইছিল। এ বার সেই প্রাণশক্তির নয়া হাতিয়ারের তালিকায় টুইটারও সংযুক্ত হল, এমনটাই বলছেন রাজনৈতিক মহল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE