নির্বাচনী প্রচারে ফের কদর্য ভাষার প্রয়োগ। এ বার প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে ‘চোরের স্ত্রী’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। তাঁর কথায়,‘‘রবার্ট বঢরার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। তাই প্রিয়ঙ্কাকে চোরের স্ত্রী হিসাবেই দেখবেন দেশবাসী।’’
এ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না উমা ভারতী। তবে দলের হয়ে প্রচার নেমেছেন।মঙ্গলবার ছত্তীসগঢ়ের দুর্গে জনসভা ছিল তাঁর। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে প্রিয়ঙ্কা গাঁধী বঢরার জনপ্রিয়তা বিজেপির উপর কোনও প্রভাব ফেলবে কিনা জানতে চাওয়া হয় তাঁর কাছে। জবাবে উমা ভারতী বলেন, ‘‘কোনও প্রভাবই পড়বে না। একজন মহিলার স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগ। তাঁকে আর কী ভাবেই বা দেখতে পারেন দেশের মানুষ? ভারতে একজন চোরের স্ত্রীকে যে ভাবে দেখা হয়, সে ভাবেই দেখা হবে।’’
জমি দুর্নীতি কেলেঙ্কারি-সহ টাকা নয়ছয় মামলায় নাম জড়িয়েছে প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরার। তার জেরে দফায় দফায় তাঁকে জেরা করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই প্রসঙ্গ টেনেই প্রিয়ঙ্কাকে কটাক্ষ করেন উমা ভারতী। তবে এই প্রথম নয়, সক্রিয় ভাবে রাজনীতিতে যোগ দেওয়ার পর প্রিয়ঙ্কাকে নিয়ে কুমন্তব্য করেছেন একাধিক বিজেপি নেতা। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দলের নেতা কৈলাস বিজয়বর্গীয়।