Advertisement
E-Paper

বিশেষ মর্যাদা, রাহুলের প্রতিশ্রুতি অন্ধ্রে

অন্ধ্রে লোকসভার সঙ্গে হচ্ছে বিধানসভার ভোটও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০২:৫৮
স্লোগান: ওয়েনাড থেকে রাহুল গাঁধী দাঁড়াবেন শুনে পথে নেমে উল্লাস ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের। রবিবার। ছবি: পিটিআই

স্লোগান: ওয়েনাড থেকে রাহুল গাঁধী দাঁড়াবেন শুনে পথে নেমে উল্লাস ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের। রবিবার। ছবি: পিটিআই

কেন্দ্রে ক্ষমতায় এলে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদার প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। আর রাজ্যে ক্ষমতায় এলে রাজস্থান, ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশের মতো অন্ধ্রেও কৃষিঋণ মকুব করা হবে বলে ঘোষণা করলেন।

অন্ধ্রে লোকসভার সঙ্গে হচ্ছে বিধানসভার ভোটও। প্রচারে এসে কল্যাণদূর্গ ও বিজয়ওয়াড়ায় সভা করেন রাহুল। জানান, নরেন্দ্র মোদী গরিব ও দুর্বল মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ভারতকে তিনি দু’টি টুকরো করেছেন। একটি অনিল অম্বানী-মেহুল চোক্সীদের ভারত, তিনি যাদের চৌকিদার। অন্যটি গরিব, বেরোজগার মানুষের ভারত, যাঁদের কথা মোদী ভাবেন না। রাহুল বলেন, ‘‘আমাদের লক্ষ্য একটিই ভারত তৈরি, যেখানে সবাই সুখী হবেন। তাই গরিবের বিরুদ্ধে নয়, গরিবির বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।’’ রাহুল জানান, এর আগে মনরেগা প্রকল্প চালু করে গরিবদের জন্য ১০০ দিন কাজ নিশ্চিত করেছে ইউপিএ সরকার। কিন্তু মোদী সরকার এসে সেই প্রকল্প কার্যত বন্ধ করে দিয়েছে। গরিবের জন্য খাদ্য সুরক্ষা আইনের মূল স্তম্ভ ছিল যে প্রকল্প, এই সরকার তার জন্য বরাদ্দ বন্ধ করে দিয়েছে। রাহুলের দাবি, এ বার যে ‘ন্যায়’ প্রকল্পের খসড়া তৈরি করা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন তা ‘ঐতিহাসিক’। এর ফলে গরিবির অভিশাপ থেকে মুক্ত হবে ভারত। দেশের সব চেয়ে গরিব ২৫ কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৭২ হাজার করে টাকা। কংগ্রেস সভাপতি বলেন, ‘‘আপনারা আমার ওপর বিশ্বাস রাখুন। কারণ আমি মোদী নই। মোদী মিথ্যা কথা বলেন, আমি বলি না। এর আগে তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবেন। তিনি দিয়েছেন, তবে গরিবদের নয়, ধনী শিল্পপতিদের।’’ এ দিনই রাতে রাহুল টুইটে প্রতিশ্রুতি দিয়েছেন, সরকারি চাকরিতে যে ২২ লক্ষ শূন্যপদ রয়েছে, তাঁর দল ক্ষমতায় এলে ২০২০-র ৩১ মার্চের মধ্যে তা পূরণ করা হবে।

বিজয়ওয়াড়ায় রাহুল প্রতিশ্রুতি দেন, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদা দেবে। তিনি বলেন, ‘‘এই দাবি করে এখানকার রাজনৈতিক দলগুলি অনেক ধর্না দিলেও মোদী সরকার তা কানে তোলেনি। কিন্তু এ বার সরকার বদলাবে। কংগ্রেস ক্ষমতায় এসে অন্ধ্রবাসীর সেই দাবিকে মর্যাদা দেবে।’’ রাহুল জানান, বিগত কয়েকটি সরকারের আমলে অন্ধ্র যে পিছিয়ে গিয়েছে, তার ঘা এখনও দগদগে। ওয়াইএসআর কংগ্রেস নেতা জগন্মোহন রেড্ডির বিরুদ্ধে যে বিপুল দুর্নীতির অভিযোগ রয়েছে, সে কথাও উল্লেখ করেন রাহুল। বলেন, এঁদের থেকে পরিত্রাণ চাইছেন অন্ধ্রের মানুষ।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কংগ্রেস সভাপতি জানান, অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এলে কৃষিঋণ মকুব করা হবে। তিনি বলেন, ‘‘সম্প্রতি উত্তর ভারতের তিন রাজ্যে ভোট হয়েছে। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে কৃষিঋণ মকুব করা হবে। বাস্তবে শপথ নেওয়ার দু’দিনের মধ্যেই তিন রাজ্যে সেই প্রতিশ্রুতি পালন করেছে কংগ্রেস।’’

Rahul Gandhi Congress Andhra Pradesh Lok Sabha Election 2019
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy