Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

বিজেপি-র ইস্তাহারকে ১০০-য় ২০০ নম্বর শরিক শিবসেনার

কেন্দ্র ও মহারাষ্ট্রে বিজেপি-র শরিক দল শিবসেনার মতে, দেশের অখণ্ডতার সঙ্গে সমঝোতা করা যাবে না।

নরেন্দ্র মোদীর দলের ভূয়সী প্রশংসায় শিবসেনা-প্রধান উদ্ধব ঠাকরে। ছবি: পিটিআই।

নরেন্দ্র মোদীর দলের ভূয়সী প্রশংসায় শিবসেনা-প্রধান উদ্ধব ঠাকরে। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ১৫:২৮
Share: Save:

রামমন্দির নির্মাণ ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তির বিষয়ে বিজেপি-র নির্বাচনী প্রতিশ্রুতিকে পূর্ণ সমর্থন দিল শরিক দল শিবসেনা। রাহুল গাঁধী যতই কটাক্ষ করুন না কেন, শিবসেনার থেকে একশোয় দু’শো নম্বর পেল নরেন্দ্র মোদীর-র দলের নির্বাচনী ইস্তাহার।

কেন্দ্র ও মহারাষ্ট্রে বিজেপি-র শরিক দল শিবসেনার মতে, দেশের অখণ্ডতার সঙ্গে সমঝোতা করা যাবে না। সেই সঙ্গে উদ্ধব ঠাকরের দলের দাবি, রামমন্দির নির্মাণের জন্য শেষ সুযোগ রয়েছে ২০১৯-এর লোকসভা নির্বাচনে। সেনার মুখপত্র ‘সামনা’-র সদ্যপ্রকাশিত সম্পাদকীয়তে এমনটাই লেখা হয়েছে।

কৃষকদের সমস্যা বা বেকারত্বের মতো জ্বলন্ত ইস্যুগুলিকে গুরুত্ব না দিয়ে দেশভক্তির তাস খেলে কেবলমাত্র জাতীয়তাবাদের আবেগেই লোকসভা নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। বিজেপি-র নির্বাচনী ইস্তাহার বা ‘সংকল্প পত্র’ প্রকাশিত হওয়ার পর বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসের অভিযোগ ছিল এমনটাই। তবে ‘সামনা’র সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘বিজেপি-র ‘সংকল্প পত্রে’ দেশের আবেগই প্রতিফলিত হয়েছে। এমনকি, শিবসেনারও দাবিদাওয়া এতে ঢোকানো হয়েছে। ফলে, আমরা একে ১০০-র মধ্যে ২০০ নম্বর দেব।’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯


কাল কোথায় কোথায় ভোট, দেখে নিন

আরও পড়ুন: ভোট শেষ না হওয়া পর্যন্ত মোদীর বায়োপিকের মুক্তি নয়, নিষিদ্ধ ঘোষণা করল কমিশন

আরও পড়ুন: মোদী জিতলে বাজি পুড়বে পাকিস্তানে? ইমরানের সমর্থন নিয়ে খোঁচা বিরোধীদের

নরেন্দ্র মোদীর দলের ভূয়সী প্রশংসা করলেও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির কড়া ভাষায় সমালোচনা করেছেন শিবসেনা-প্রধান উদ্ধব ঠাকরে। এর আগে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তির জন্য ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের বিজেপি-র প্রতিশ্রুতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। ওই ধারাগুলি বাতিল করা হলে জম্মু-কাশ্মীরের স্বাধীনতার বা ভিন্ন প্রধানমন্ত্রীরও দাবি তোলা হবে হুমকি দিয়েছিলেন তাঁরা। এর তীব্র সমালোচনা করে ‘সামনা’-র সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘এই ধরনের মানুষের মুখ বন্ধ করে দেওয়া উচিত...ফারুক আবদুল্লা, এমনকি এ-ও বলেছিলেন, রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হলে তাঁরা দেখে নেবেন, কারা ভারতের পতাকা উত্তোলন করে! এই ধরনের লোকেদের জিভ কেটে নেওয়া উচিত।’

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE