Advertisement
০২ মে ২০২৪

কুকথা বলে চাপের মুখে বিজেপি বিধায়ক

দলীয় বিধায়কের মন্তব্যের জেরে প্রশ্নের মুখে বিজেপি। স্বপ্না জানান— রাহুল তাঁর দাদার মতো।

রাহুল গাঁধী, স্বপ্না চৌধুরী, সুরেন্দ্র সিংহ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

রাহুল গাঁধী, স্বপ্না চৌধুরী, সুরেন্দ্র সিংহ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০২:৫৯
Share: Save:

ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী এবং হরিয়ানার নৃত্যশিল্পী স্বপ্না চৌধরি সম্পর্কে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্যের সমালোচনায় সরব বিভিন্ন রাজনৈতিক দল। দলীয় বিধায়কের মন্তব্যের জেরে প্রশ্নের মুখে বিজেপি। স্বপ্না জানান— রাহুল তাঁর দাদার মতো।

সম্প্রতি উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর জানিয়েছিলেন, নৃত্যশিল্পী স্বপ্না কংগ্রেসে যোগ দিয়েছেন। তা নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ। স্বপ্নার সঙ্গে সনিয়ার তুলনা টেনে তিনি বলেন, ‘‘রাহুলজির মা-ও ইটালিতে এই পেশাতেই ছিলেন। যে ভাবে আপনার বাবা (রাজীব গাঁধী) সনিয়াকে বিয়ে করেছিলেন, আপনিও স্বপ্নাকে বিয়ে করে নিন। সব চেয়ে ভাল কথা হল, শাশুড়ি এবং বৌ একই পেশা এবং সংস্কৃতিতে থাকবেন।’’

স্বপ্না গত কালই জানান, তিনি কংগ্রেসে যোগ দেননি। আজ সুরেন্দ্রের মন্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘‘রাহুল গাঁধী আমার দাদার মতো। শাসক দলের ওই নেতার মন্তব্য নিন্দনীয় ও কুরুচিকর। উনি কি মহিলাদের অসম্মান করতেই শিখেছেন?’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সুরেন্দ্রের সমালোচনা করেছেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংহও। তিনি টুইটে বলেন, ‘‘যে দলের বিধায়ক মহিলাদের সম্পর্কে এমন মন্তব্য করেন, আপনারা তাঁদের ভোট দেবেন? সনিয়া গাঁধীর সঙ্গে বিরোধ থাকলে ভোটে লড়ে জিতুন।’’ পিডিপি নেত্রী মেহবুবা মুফতির টুইট, ‘‘এই নোংরা মানসিকতা সাফ করতে বিশেষ ধরনের ফিনাইল প্রয়োজন। শাসক দলের বিধায়ক যখন এমন মন্তব্যের সাহস পান, তখন বুঝে নিতে হবে, শীর্ষ নেতৃত্বের অনুমোদন রয়েছে। দেশে অসংবেদনশীল, নারীবিদ্বেষী রাজনীতি চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE