মুম্বই উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকরের প্রচার চলাকালীন হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কংগ্রেস কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষও হয়। ঘটনার জেরে পুলিশের কাছে নিরাপত্তার আর্জি জানান ঊর্মিলা। প্রশাসন সেই আবেদন মঞ্জুর করেছে।
আজকের এই ঘটনার পরই বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ঊর্মিলা। তিনি টুইট করেন, ‘‘বিজেপি সমর্থকেরা যে ভাবে নির্বাচনী বিধিভঙ্গ করলেন, তাতে আমি শঙ্কিত। আমার নিজের নিরাপত্তা এবং আমার মহিলা সমর্থকদের সম্মান রক্ষার্থে নিরাপত্তার আর্জি জানিয়েছি।’’ জোন-১১র ডিসিপি সংগ্রামসিংহ নিশান্দার বলেন, ‘‘মাতণ্ডকরের চিঠি পেয়েছি। ভোট শেষ না হওয়া পর্যন্ত তাঁকে নিরাপত্তা দেওয়া হবে।’’ যাঁদের বিরুদ্ধে হামলার অভিযোগ, তাঁরা কি বিজেপির কর্মী-সমর্থক? ডিসিপি জানান, এ ব্যাপারে তাঁদের কাছে এখনও প্রমাণ নেই।
ঊর্মিলা আজ যখন বোরিভেলী রেল স্টেশন চত্বরে প্রচার করছিলেন, সেই সময়েই ঘটনাটি ঘটে। অভিযোগ, জনা কুড়ি বিজেপি সমর্থক কংগ্রেস কর্মীদের উপর চড়াও হন। ঊর্মিলা বলেন, ‘‘শান্তিপূর্ণ প্রচার করছিলাম। সে সময় ১৫-২০ জন এসে স্লোগান দিতে শুরু করেন। তারা অশালীন ভাবে নাচছিলেন, গালিও দিচ্ছিলেন।’’