কংগ্রেসে যোগ দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর । বুধবার দিল্লিতে তিনি দেখা করেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে। পরে কংগ্রেসের তরফে টুইট করে উর্মিলার দলে আসার খবর জানানো হয়। কংগ্রেস সূত্রের খবর, বিজেপির শক্ত ঘাঁটি মুম্বই (উত্তর) আসনে প্রার্থী হতে পারেন উর্মিলা। যেখানকার সাংসদ গোপাল শেট্টি।
৪৫ বছর বয়সী উর্মিলা বলেছেন, ‘‘আমার পরিবার বরাবরই মহাত্মা গাঁধী, জওহরলাল নেহরু ও সর্দার বল্লভভাই পটেলের মতাদর্শে বিশ্বাসী। আমিও সেই মতাদর্শেই বেড়ে উঠেছি। আমার পরিবারের লোকজন শিক্ষকতার সঙ্গে জড়িত থাকলেও আমি ফিল্মে এসেছিলাম। কিন্তু ছোটবেলা থেকেই ছিলাম সমাজ-সচেতন। সেই সচেতনতা থেকেই এলাম রাজনীতিতে। এই প্রথম, সক্রিয় ভাবে।’’
‘মাসুম’ ফিল্মে শিশু অভিনেতা হয়ে পথচলা শুরু হয় উর্মিলার। সেটা ১৯৮৩। পরে ১৯৯৫ সালে তাঁর ফিল্ম ‘রঙ্গিলা’ হয়ে যায় ব্লকবাস্টার।
এ দিন কংগ্রেসে যোগ দেওয়ার পর উর্মিলা বলেন, ‘‘অনেকেই মনে করেন ভোটারদের টানার জন্য ফিল্মস্টারদের আনা হয় রাজনীতিতে। তাঁদের গ্ল্যামার ব্যবহার করার জন্য। আমি সে জন্য রাজনীতিতে আসিনি। তাই আমার সম্পর্কে এমন ধারণা থাকলে, সেটা ভুল হবে।’’
আরও পড়ুন- টিকিট না পেয়ে পার্টি অফিস থেকে ৩০০ চেয়ার তুলে নিয়ে গেলেন কংগ্রেস বিধায়ক!
আরও পড়ুন- মাঝ রাতের নাটক! ভোটের মুখে গোয়ায় বিজেপিতে দুই এমজিপি বিধায়ক
উর্মিলার সাংবাদিক সম্মেলনে এ দিন তাঁর পাশেই বসেছিলেন মুম্বই কংগ্রেসের সভাপতি মিলিন্দ দেওরা। তিনিও শুভেচ্ছা জানান উর্মিলাকে।