কর্নাটকে আট সরকারি আধিকারিকের বাড়িতে লোকায়ুক্ত পুলিশের তল্লাশি অভিযান চলছে। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই আট আধিকারিকের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হয়। আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে সরকারি ওই আধিকারিকদের বিরুদ্ধে। তার পরই এই অভিযানে নামল লোকায়ুক্ত পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে বেঙ্গালুরু পুরনিগমের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শিবমোগার জৈব কৃষি দফতরের সহকারী গবেষক, চিকমাগালুর পুরসভার দুই হিসাবরক্ষক, অনেকল পুরসভার মুখ্য আধিকারিক, কর্নাটক নীরাবরী নিগম লিমিটেড-এর মুখ্য ইঞ্জিনিয়ার এবং কালবুর্গির পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক, এবং গদগের পুলিশ ইনস্পেক্টরের বিরুদ্ধে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, অনেক দিন ধরেই এই আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল। সেই সূত্র ধরেই আট আধিকারিকের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সোনা এবং হিরের গয়না এবং নগদ টাকা উদ্ধার হয়েছে। এই প্রথম নয়, গত মে মাসেও চার সরকারি আধিকারিকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা, গয়না উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার এক মাসের মধ্যেই আবার তল্লাশি অভিযানে টাকা, গয়না উদ্ধার হয়েছে।