Advertisement
E-Paper

‘জুমলাবাজ’ সঙ্ঘ! জেল থেকেই কটাক্ষ লালুর, ‘হোয়াইট ওয়াশ’ হবে বিজেপি, তোপ তেজস্বীর

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১২:৩৪
বিজেপি ও সঙ্গ পরিবারকে ‘জুমলাবাজ’ বলে কটাক্ষ লালুপ্রসাদ যাদবের। —ফাইল চিত্র

বিজেপি ও সঙ্গ পরিবারকে ‘জুমলাবাজ’ বলে কটাক্ষ লালুপ্রসাদ যাদবের। —ফাইল চিত্র

জেল থেকেই বিজেপি ও সঙ্ঘ পরিবারকে তোপ দাগলেন লালু প্রসাদ যাদব। সেই সঙ্গে স্বাগত জানালেন উত্তরপ্রদেশের বিরোধী জোটকে। ‘‘বিজেপি ‘জুমলাবাজ’। ওদের ফাঁদে পা দেবেন না, নিষেধ করুন সন্তানদেরও’’, সাবধানবাণী আরজেডি সুপ্রিমোর। লালু যখন সোশ্যাল মিডিয়ায় সরব, তখনই উত্তরপ্রদেশে গিয়ে মায়াবতীর সঙ্গে দেখা করে জোটকে স্বাগত জানিয়ে এলেন লালুপ্রসাদের ছেলে তেজস্বী। বিএসপি সুপ্রিমোর সঙ্গে বৈঠক করে তেজস্বীর তোপ, ‘হোয়াইট ওয়াশ’ হবে বিজেপি।

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জেল খাটছেন লালুপ্রসাদ যাদব। তবে শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে রাঁচির একটি হাসপাতালে ভর্তি। হাসপাতাল থেকেই রবিবার নিজের টুইটার হ্যান্ডলে তোপ দেগেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু। লিখেছেন, নির্বাচন এগিয়ে আসছে। ঘৃণার রাজনীতি যাঁরা করেন, তাঁর এই সময় আপনকে এবং আপনার সন্তানকে মিথ্যে গল্প শুনিয়ে জীবন বলিদানের টোপ দেবে। গুজব ছড়াবে।’’

২০১৭ সালে পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি মামলায় কারাদণ্ড হয় লালুর। তার পর এই সংক্রান্ত আরও দু’টি মামলায় জেল হয়েছে। প্রথম সাজার পর থেকেই সক্রিয় রাজনীতির বাইরে লালু। কিন্তু রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাননি। নিজের রাজ্য বিহার তো বটেই, কার্যত গোটা হিন্দি বলয়ের রাজনীতিতেই তাঁর ক্যারিশমা এবং মতামতের গুরুত্ব এখনও যথেষ্ট বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পডু়ন: মহাকাশে ভয়ঙ্কর বিস্ফোরণ, ৩ দিন ধরে দেখা গেল আলোর ছটা!

এ হেন লালুই রবিবার আরও লিখেছেন, ‘গরু, গোবর এসব নিয়ে যখন আপনার ছেলেমেয়েরা একে অন্যকে খুন করতে চেষ্টা করবে, দাঙ্গা-হাঙ্গামায় মেতে থাকবে, ভণ্ড জুমলাবাজদের সন্তানরা তখন ভাল স্কুল কলেজে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। তাই সমস্ত অভিভাবকদের অনুরোধ করছি, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। গুজব ছড়ানো সঙ্ঘের থেকে নিজের সন্তানদের রক্ষা করুন। উত্তরপ্রদেশে যেটা ইতিমধ্যেই শুরু হয়েছে।’ বলা বাহুল্য, সমাজবাদী পার্টি (সপা) ও বহুজন সমাজ পার্টির (বসপা) জোটের কথাই বলেছেন লালু।

আরও পড়ুন: ‘মাথা কেটে ফুটবল খেলা’ হাওড়ার সেই রামুয়া খুন! গভীর রাতে খড়দহের ফ্ল্যাটে ঢুকে গুলি

শনিবারই উত্তরপ্রদেশে জোটের পাশাপাশি আসন সমঝোতাও ঘোষণা করে দিয়েছে সপা-বসপা জোট। আর তার পরের দিনই লখনউয়ে গিয়ে মায়াবতীর সঙ্গে বৈঠক করেন তেজস্বী যাদব। পরে তিনি বলেন, ‘‘দেশে এখন বাবা সাহেব অম্বেডকরের রচনা করা সংবিধানকে নস্যাৎ করার পরিবেশ। পরিবর্তে নাগপুর আইন চালুর চেষ্টা চলছে। সেখানে দাঁড়িয়ে মায়াবতী ও অখিলেশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দেশবাসী। উত্তরপ্রদেশ এবং বিহারে হোয়াইট ওয়াশ হবে বিজেপি। উত্তরপ্রদেশে একটি আসনও পাবে না এনডিএ জোট। সব আসনে জিতবেন সপা-বসপার প্রার্থীরা।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

Lalu Prasad Yadav Tejashwi Yadav Mayawati BSP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy