E-Paper

পুরসভা থেকেই নতুন নেতা আসবেন: স্পিকার

চলতি মাসে সংসদের বাদল অধিবেশনে ‘অপারেশন সিঁদুর’-সহ নানা বিষয়ে বিরোধীরা মোদী সরকারকে আক্রমণের পরিকল্পনা নিচ্ছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ০৯:৪৭
ওম বিড়লা।

ওম বিড়লা। —ফাইল চিত্র।

গোটা দেশের পুরসভাগুলিতেও সংসদের মতো নিয়মিত প্রশ্নোত্তর পর্ব, নাগরিকদের সমস্যা উত্থাপনের জন্য ‘জিরো আওয়ার’ রেখে কাজ করার কথা বললেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আজ হরিয়ানার মানেসরে পুরসভাগুলির চেয়ারপার্সনদের প্রথম জাতীয় স্তরের সম্মেলনে লোকসভার স্পিকার বলেন, ‘‘নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সর্দার বল্লভভাই পটেলরা পুরসভা থেকে উঠে এসেছিলেন। আগামী দিনে পুরসভা থেকে জাতীয় স্তরের নেতানেত্রী, বিশেষ করে মহিলা রাজনীতিবিদদের উঠে আসারসম্ভাবনা রয়েছে।’’

চলতি মাসে সংসদের বাদল অধিবেশনে ‘অপারেশন সিঁদুর’-সহ নানা বিষয়ে বিরোধীরা মোদী সরকারকে আক্রমণের পরিকল্পনা নিচ্ছেন। তার আগে আজ লোকসভার স্পিকার বিরোধীদের বার্তা দিয়ে বলেছেন, ‘হই হট্টগোল করে সংসদ অচল করার পুরনো প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। যখন শুনি পুরসভাগুলিতে গন্ডগোলের জেরে অধিবেশন মুলতুবি বয়ে যাচ্ছে, আলোচনা ছাড়াই বাজেট পাশ হচ্ছে, তখন যন্ত্রণা হয়। এটা স্বাস্থ্যকর প্রথা নয়।’’ আগের লোকসভাগুলির তুলনায় বর্তমান অষ্টাদশ লোকসভায় হই হট্টগোলের ফলে অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার সংখ্যা কমেছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে জানান, গন্ডগোল কমাতে পারলে পুরসভাগুলিও আর্থিক বৃদ্ধির ইঞ্জিন হয়ে উঠতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy