Advertisement
E-Paper

ডাইনি থেকে ‘ডাইনো’ এবং অসুর থেকে ‘সর’! বিজ্ঞান কংগ্রেসের আরও কিছু মণিমানিক্য

পঞ্জাব ইউনিভার্সিটির জিওলজি বিভাগের একজন অধ্যাপক রীতিমতো রিসার্চ পেপার প্রকাশ করে দাবি করলেন, ডাইনোসর প্রথম আবিষ্কার করেছিলেন স্বয়ং ভগবান ব্রহ্মাই!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ১০:৫৫
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

কিছুদিন আগেই অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য দাবি করেছিলেন যে, কৌরবরা আসলে টেস্ট টিউব বেবি। এ বার পঞ্জাব ইউনিভার্সিটির জিওলজি বিভাগের একজন অধ্যাপক রীতিমতো রিসার্চ পেপার প্রকাশ করে দাবি করলেন, ডাইনোসর প্রথম আবিষ্কার করেছিলেন স্বয়ং ভগবান ব্রহ্মাই! নিজের এই দাবির পিছনে রীতিমতো যুক্তি-প্রমাণও দিয়েছেন তিনি।

আশু খোসলা নামের এই অধ্যাপক দাবি করেছেন, ভারতে ডাইনোসরদের অস্তিত্বের যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে শুধু তাই নয়, ভারতবর্ষ এক সময় ডাইনোসরদের চারণভূমিও ছিল। ‘রাজাসোরাস’ নামের এক ডাইনোসরের দেখা মিলত এখানে। এই ‘ভারতীয় ডাইনোসর’-এর নিবাসস্থল ছিল গুজরাতের খেড়া জেলায়।

পঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত সদ্য সমাপ্ত ১০৬তম জাতীয় বিজ্ঞান কংগ্রেসে এই দাবি করেন অধ্যাপক খোসলা। গুজরাতের নর্মদা নদী সংলগ্ন এলাকায় এই ডাইনোসরের দেহাবশেষ পাওয়া যায় বলেও জানিয়েছেন তিনি। টিরানোসোরাসের সঙ্গে ডাইনোসরের এই ভারতীয় প্রজাতির মিল আছে বলে আগে দাবি করা হলেও তিনি বলেন যে, এই ‘রাজাসোরাস’ প্রজাতির ডাইনোসরের উদ্ভব ভারতেই হয়েছিল।

আরও পড়ুন: ফের যাবো বিক্ষোভে: সাজিলা

তাঁর দাবি, ব্রহ্মাই সর্বপ্রথম এই ডাইনোসরের অস্তিত্ব উপলব্ধি করেন এবং বেদে তার উল্লেখ করেন। অধ্যাপকের আরও দাবি, ‘ডাইনো’ শব্দের অর্থ ‘ভয়ানক’ এবং ভারতীয় ‘ডাইন’ বা ‘ডাইনি’ থেকেই ওই শব্দ বিদেশিরা ধার করেছে। এবং ‘সর’ শব্দটি নেওয়া হয়েছে ‘ভারতীয়’ ‘অসুর’ শব্দ থেকে।

আরও পড়ুন: হিন্দি বলয়ে হারের পর প্রশ্ন নিয়েই সায় উচ্চবর্ণের সংরক্ষণ বিলে

Panjab University Ashu Khoshla Dinosaur Lord Brahma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy