Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Indian Air Force

বিদেশের সাহায্যে নয়, দেশে তৈরি এইচটিটি-৪০ বিমানেই পাইলটদের প্রশিক্ষণ দেবে বায়ুসেনা

এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিমানটি সব রকম যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।” খুব শীঘ্রই সেটি চলাচলের জন্য সরকারি অনুমোদন পাবে বলে জানিয়েছেন তিনি।

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ২১:০৬
Share: Save:

দেশীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)-এর উদ্যোগে ঘরোয়া প্রযুক্তিতেই তৈরি বিমানের উদ্বোধন করতে চলেছেন নরেন্দ্র মোদী। বুধবার প্রতিরক্ষা সংক্রান্ত একটি প্রদর্শনীতে এই বিমানটির উদ্বোধন করবেন তিনি। তবে এইচটিটি-৪০ নামের এই বিমানটি পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করা হবে।

এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিমানটি সব রকম যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।” খুব শীঘ্রই সেটি চলাচলের জন্য সরকারি অনুমোদন পাবে বলে জানিয়েছেন তিনি।

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, গত দুই দশকে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া বিমানের জন্য অন্যান্য দেশের উপর নির্ভরশীল ছিল ভারত। দেশীয় প্রযুক্তিতে তৈরি হ্যাল এইচপিটি-৩২ বহুদিন ধরেই ব্যবহার করছে বায়ুসেনা। কিন্তু তার তেলের ট্যাঙ্কে একাধিক প্রযুক্তিগত ত্রুটি থাকায় বহু দুর্ঘটনা ঘটে। বায়ুসেনা জানিয়েছে, এইচটিটি-৪০ অন্য কোনও দেশ চাইলেও ব্যবহার করতে পারে। সে ক্ষেত্রে দেশগুলিকে প্রয়োজনীয় বিমানের জোগান দেবে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Air Force Narendra Modi Make in India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE