মধ্যপ্রদেশে মহিলাদের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। এখন সে রাজ্যের মহিলারা মাসে ১,২৫০ টাকা অনুদান পান। দীপাবলির পর থেকে মাসে ১,৫০০ টাকা করে অনুদান পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘লাডলি বহেনা যোজনা’-র অধীনে মধ্যপ্রদেশে এখন প্রতি মাসে এক কোটি ২৭ লক্ষ মহিলা এই সুবিধা পান।
শুক্রবার মধ্যপ্রদেশের সরাইয়ে মহিলাদের উন্নয়নের একটি কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী যাদব। সেখানেই এই অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। জানান, রাজ্যে মহিলাদের উন্নয়নের জন্য ২৭ হাজার ১৪৭ কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দ রয়েছে। তার মধ্যে ১৮ হাজার ৬৯৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে এই ‘লাডলি বহেনা যোজনা’-য়। মুখ্যমন্ত্রী আরও জানান, ‘লাডলি লক্ষ্মী যোজনা’-র অধীনে ৫১ লক্ষ কিশোরী সুবিধা পেয়েছে। তাদের দেওয়া হয়েছে মোট ৬৭২ কোটি টাকা।
২০২৩ সালের ১০ জুন মধ্যপ্রদেশে এই ‘লাডলি বহেন যোজনা’ শুরু হয়। শুরু করেন তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তখন মহিলারা প্রতি মাসে পেতেন ১,০০০ টাকা। পরে তা বৃদ্ধি করে ১,২৫০ করা হয়। মনে করা হয়, এই প্রকল্পের কারণেই ২০২৩ সালের নভেম্বরে মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে জয় পায় বিজেপি। প্রসঙ্গত, তার বহু দিন আগেই বাংলায় ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে তৃতীয় বার ক্ষমতায় এসে এই প্রকল্প চালু করেন তিনি। তৃণমূলের একাংশের দাবি, এ রাজ্যের প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়েই মধ্যপ্রদেশে বিজেপি সরকার তা চালু করেছিল। এ বার মধ্যপ্রদেশে সেই অনুদানের পরিমাণ দ্বিতীয় বার বৃদ্ধি পেল।