চার বছরের খুড়তুতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠল কিশোরের বিরুদ্ধে! সোমবার মধ্যপ্রদেশের সতনা জেলায় ঘটনাটি ঘটেছে। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগের ভিত্তিতে কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কিশোরের বয়স ১৮-র গোড়ায়। অভিযোগ, ফল খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে চার বছর বয়সি খুড়তুতো বোনকে ধর্ষণ করেছে সে। মঙ্গলবার পুলিশের এক কর্তা জানিয়েছেন, জেলা সদর থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত উঁচেহরা থানার অন্তর্গত একটি গ্রামে ঘটনাটি ঘটে। অভিযোগের ভিত্তিতে ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
উঁচেহরা থানার ইনচার্জ সতীশ মিশ্র জানিয়েছেন, সোমবার দুপুরে জাম খাওয়ানোর লোভ দেখিয়ে বোনকে রেললাইনের ধারে একটি নির্জন ঝোপে নিয়ে গিয়েছিল অভিযুক্ত। সেখানেই শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তার পর সেখানেই বোনকে ফেলে চলে যায় সে। এর কিছু ক্ষণ পরে কয়েক জন মহিলা মাঠের কাজ সেরে ওই এলাকা দিয়ে গ্রামে ফিরছিলেন। তাঁরা শিশুটির কান্না শুনতে পান। তাঁরাই মেয়েটিকে উদ্ধার করে তাঁদের সঙ্গে গ্রামে নিয়ে যান এবং পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। এর পর শিশুটি পরিজনদের বিষয়টি জানালে সেই রাতে উঁচেহরা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। নির্যাতিতা শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত তার অবস্থা স্থিতিশীল। ঘটনায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে।