E-Paper

পদপিষ্টে মৃত্যুমিছিল নিয়ে বিজয়কে ভর্ৎসনা কোর্টের

গত সপ্তাহে কারুরে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে হাই কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। হাই কোর্ট নির্দেশ দিয়েছে টিভিকে-র প্রচার বাসটিকে বাজেয়াপ্ত করতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ০৮:৩১
তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা নেতা তথা ‘থলপতি’ বিজয়।

তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা নেতা তথা ‘থলপতি’ বিজয়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কারুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় তামিল চিত্রতারকা বিজয়ের বিরুদ্ধে মামলা করা হল না কেন, তা নিয়ে প্রশ্ন তুলল মাদ্রাজ হাই কোর্ট। দক্ষিণী ‘সুপারস্টার’ বিজয় এবং তাঁর দল টিভিকে সম্পর্কে ভর্ৎসনার সুরে বিচারপতি সেন্থিলকুমার বলেছেন, এত মানুষের মৃত্যুর পরেও বিজয় ও তাঁর দলের নেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন। ৪১ জনের প্রাণ গেলেও তাঁদের কোনও অনুশোচনা কিংবা দায়িত্ববোধ নেই। ক্ষুব্ধ আদালতের আরও বক্তব্য, তামিলনাড়ু সরকার টিভিকে-র নেতাদের সম্পর্কে নরম মনোভাব দেখাচ্ছে।

গত সপ্তাহে কারুরে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে হাই কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। হাই কোর্ট নির্দেশ দিয়েছে টিভিকে-র প্রচার বাসটিকে বাজেয়াপ্ত করতে। এই বাসটিও দুর্ঘটনায় জড়িত বলে ভিডিয়োয় দেখা গিয়েছে। জনসভা থেকে প্রতিটি নজরদারি ক্যামেরা এবং বিজয়ের বাসের ভিতর ও বাইরের নজরদারি ক্যামেরাগুলি সংগ্রহ করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি। রাজ্য সরকারকে সিটের কাজে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। বিচারপতির বক্তব্য, অভিনেতাকে এক ঝলক দেখার জন্য মানুষ ভিড় করেছিল। কিন্তু শেষপর্যন্ত প্রাণ গিয়েছে অনেকের। টিভিকে-র উচিত ছিল, মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করা। কিন্তু আয়োজকেরা সে কাজ না করে জনসভা ছেড়ে চলে গিয়েছেন। বিচারপতি সেন্থিলকুমার বলেন, ‘‘তাঁরা (টিভিকে নেতারা) ওই ঘটনায় কোনও রকম দায়িত্ববোধের পরিচয় দেননি, অনুশোচনা প্রকাশ করেননি।’’

হাই কোর্টের বক্তব্য শুনেই শনিবার মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, তামিলনাড়ু সরকার আদালতের নির্দেশকে পুরোপুরি পালন করবে। ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্যও পদক্ষেপ করবে তাঁর সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাই কোর্টের নির্দেশ মেনে সিট গঠন করা হয়েছে। তারা দ্রুত তদন্ত শুরু করবে। স্ট্যালিনের কথায়, ‘‘তদন্তের মধ্য দিয়ে সত্যি সামনে আসবে। এ ব্যাপারে সর্বস্তরে দায়বদ্ধতা দেখানো হবে।’’ মুখ্যমন্ত্রী জানিয়ছেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা যাতে এড়ানো সম্ভব হয়, সেজন্য রূপরেখা তৈরি করবে সরকার। বিভাগীয় বিশেষজ্ঞ, রাজনৈতিক দল, সমাজকর্মী, জনগণের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে একটি খসড়া তৈরি করা হবে। স্ট্যালিনের দাবি, সেই রূপরেখা শুধু তামিলনাড়ুতেই নয়, গোটা দেশে নমুনা হয়ে উঠতে পারে।

বিজয় ও তাঁর দলকে হাই কোর্ট ভর্ৎসনা করলেও রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে, তামিল সুপারস্টারের প্রবল জনপ্রিয়তার দিকে তাকিয়ে তাঁকে কাছে টানার চেষ্টা করছে বিজেপি। পরের বছর তামিলনাড়ু বিধানসভার ভোট। সেই নির্বাচনে শাসক দল ডিএমকে-কে পর্যুদস্ত করতে বিজয়ের জনপ্রিয়তাকে ব্যবহার করতে চাইছে নরেন্দ্র মোদীর দল। সুত্রের দাবি, বিজেপির তরফে টিভিকে নেতাদের বার্তা দেওয়া হয়েছে, স্ট্যালিন যদি বিজয়ের বিরুদ্ধে অন্যায় পদক্ষেপ করেন, তাহলে বিজেপি অভিনেতার পাশে দাঁডাবে। বিজয়কে এই সময়ে শান্ত থাকার পরামর্শও দেওয়া হয়েছে। বিজেপি ছাড়া কংগ্রেসও বিজয় সম্পর্কে ইতিবাচক ভাবনা নিয়ে চলছে বলে জানা গিয়েছে। কারুরের দুর্ঘটনার পর যে রাজনৈতিক দলগুলি তাঁর পাশে দাঁড়িয়েছে, তাদের ধন্যবাদ জানিয়েছেন বিজয়। তবে এর আগে তিনি ঘোষণা করেছিলেন, ২০২৬-এর ভোটে টিভিকে একাই লড়বে। কারুরের ঘটনা নিয়ে প্রবল চাপের মুখে থাকা তামিল অভিনেতা ভোটের আগে জোট গড়েন কিনা, সেটাই দেখার।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Tamil Nadu Stampede Thalapathy Vijay Madras High Court

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy