Advertisement
২৫ মে ২০২৪

ম্যাগি মামলার রায় হতে পারে আজ

জুন মাস থেকেই ভারতের খাদ্য নিয়ামক সংস্থা এফএসএসআই-এর নির্দেশে দেশ জুড়ে নিষিদ্ধ ম্যাগি।

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০২:৪৮
Share: Save:

জুন মাস থেকেই ভারতের খাদ্য নিয়ামক সংস্থা এফএসএসআই-এর নির্দেশে দেশ জুড়ে নিষিদ্ধ ম্যাগি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ম্যাগির উৎপাদক সংস্থা নেসলে। বৃহস্পতিবার সে বিষয়ে রায় দিতে পারে বম্বে হাইকোর্ট। আর ক্রেতা সুরক্ষা দফতরে নেসলের কাছে কেন্দ্রের দাবি করা ক্ষতিপূরণ সংক্রান্ত মামলাটির শুনানি শুক্রবার। নেসলের বিরুদ্ধে কমিশনে মঙ্গলবার ৬৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করে কেন্দ্র। বুধবার কেন্দ্র জানিয়েছে, ক্ষতিপূরণের মূল্য বাড়তে পারে। অন্য দিকে, মার্কিন খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ম্যাগি পরীক্ষা করে জানিয়েছে, ক্ষতিকর মাত্রায় সিসা পাওয়া যায়নি। একই কথা জানিয়েছে ব্রিটেন, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া এবং ভিয়েতনামের খাদ্য নিয়ামক সংস্থাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maggi ban Bombay High Court verdict
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE