সময় যত গড়াচ্ছে মহারাষ্ট্রের রায়গড়ের বহুতল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ততই বাড়ছে। ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ১৩ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। তার মধ্যে ২ ঘণ্টায় পাওয়া গিয়েছে ৭টি দেহ। জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে ৬০ জনকে। কিন্তু এখনও ওই আবাসনের অনেক বাসিন্দার খোঁজ মিলছে না। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় রায়গড় জেলার কাজলপুর এলাকায় ভেঙে পড়ে একটি পাঁচ তলা আবাসন। মাত্র ৭ বছরের পুরনো ওই আবাসনে ৪৫টি ফ্ল্যাট ছিল। দুর্ঘটনার পর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওই বাড়িটি। বহুতল ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা (এনডিআরএফ) এবং দমকলের বাহিনী। এখনও পর্যন্ত এনডিআরএফের ৩টি এবং দমকলের ১২টি দল দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।
সময় যত পেরোচ্ছে তত জমাট বাঁধছে আশঙ্কাও। আহতদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের চিকিৎসার জন্য মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এত দিন মানুষের কোলাহল পূর্ণ কাজলপুরের ওই এলাকায় এখন স্বজন হারানোর হাহাকার। এ দিন দুপুরে ওই ধ্বংসস্তূপ থেকে ৪ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে অবশ্য আশ্চর্যজনক ভাবে রেহাই পেয়েছে ওই শিশুটি।