Advertisement
E-Paper

পুরপ্রধানের পদ পেতে মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধল বিজেপি! ‘বিশ্বাসঘাতকতা’ বলল শিন্দের শিবসেনা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফডণবীস জানান, বিজেপির স্থানীয় নেতারা যদি অনুমতি ছাড়াই মিম বা কংগ্রেসের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নেন, তা হলে সেটা দলের শৃঙ্খলাভঙ্গের শামিল। ওই নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:০০
(বাঁ দিকে) দেবেন্দ্র ফডণবীস এবং একনাথ শিন্দে (ডান দিকে)।

(বাঁ দিকে) দেবেন্দ্র ফডণবীস এবং একনাথ শিন্দে (ডান দিকে)। —ফাইল চিত্র।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে মহারাষ্ট্রের একটি পুরসভায় জোট বাঁধল বিজেপি এবং কংগ্রেস। মেয়র নির্বাচনে কংগ্রেস সমর্থিত বিজেপি প্রার্থীর কাছে হেরে গেলেন একনাথ শিন্দের শিবসেনার প্রার্থী। মহারাষ্ট্রের অম্বরনাথ পুরসভার এই ঘটনাকে কেন্দ্র করে সে রাজ্যের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটিকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছে শিবসেনা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও।

মহারাষ্ট্রের আকোট পুরসভায় আবার আসাদুদ্দিন ওয়েইসির দল মিম-এর সঙ্গে ভোট-পরবর্তী জোট করেছে কংগ্রেস। দু’টি ঘটনাই সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ফডণবীস। তিনি বলেন, “বিজেপি কখনও কংগ্রেস বা মিমের সঙ্গে জোট করতে পারে না। এই ধরনের জোটকে মানা হবে না।” একই সঙ্গে তিনি জানান, বিজেপির স্থানীয় নেতারা যদি অনুমতি ছাড়াই মিম বা কংগ্রেসের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নেন, তা হলে সেটা দলের শৃঙ্খলাভঙ্গের শামিল। ওই নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানান ফডণবীস।

কংগ্রেস অবশ্য এই ধরনের কোনও জোটের কথাই অস্বীকার করেছে। কংগ্রেস নেতা সচিন সবন্ত বলেন, “অম্বরনাথে দলগত পরিচয় দূরে সরিয়ে বিভিন্ন দলের কর্মীরা একজোট হয়ে অম্বরনাথ উন্নয়ন ফ্রন্ট গঠন করেছেন।” মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার স্থানীয় নেতৃত্বের দুর্নীতির বিরুদ্ধেই এই পদক্ষেপ বলে দাবি ওই কংগ্রেস নেতার।

তবে এনডিএ-র শরিক দল শিবসেনা বিষয়টিকে ভাল ভাবে নিচ্ছে না। দলের বিধায়ক বালাজি কিনিকার বিজেপি-কংগ্রেস জোটকে ‘অশুভ জোট’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “বিজেপি কংগ্রেস-মুক্ত ভারতের কথা বলে এখন কংগ্রেসের সঙ্গেই জোট করছে। এটা আসলে পিছন দিক থেকে শিবসেনার পিঠে ছুরি বসানো।”

৬০ সদস্যের অম্বরনাথ পুরসভায় ২৭টি আসনে জয়ী হয়েছিল শিবসেনা। বিজেপি, কংগ্রেস এবং এনসিপি—এই তিনটি দল মোট ৩১টি আসনে জয়ী হয়। কংগ্রেস এবং অজিত পওয়ারের দল এনসিপির সমর্থনে শিবসেনা প্রার্থীকে হারিয়ে পুরপ্রধান নির্বাচিত হন বিজেপি প্রার্থী করঞ্জুলে পাতিল। এই ঘটনার পর বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি উদ্ধব ঠাকরের শিবসেনা (শিবসেনা ইউবিটি)। দলের সাংসদ সঞ্জয় রাউত বিজেপিকে সুবিধাবাদী দল বলে তোপ দাগেন।

আগামী ১৫ জানুয়ারি বৃহন্মুম্বই, পিম্পরি-চিঞ্চওয়াড়-সহ মহারাষ্ট্রের মোট ২৯টি পুরনিগমে নির্বাচন হবে। ভোটগণনা হবে পরের দিন, ১৬ জানুয়ারি। তার আগে এই ঘটনাকে ঘিরে সরগরম মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি।

BJP Congress Eknath Shinde Devendra Fadnavis Shiv Sena
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy