Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Shiv Sena

Shiv Sena: নির্বাচন কমিশন ঠিক করবে শিবসেনা চালাবে কারা! দাবি শিন্ডের

গত জুনে শিবসেনায় বিদ্রোহ ঘোষণা করেন শিন্ডে-সহ একাধিক বিধায়ক। শেষমেশ মুখ্যমন্ত্রিত্ব ছাড়েন উদ্ধব ঠাকরে।

একনাথ শিন্ডে ও উদ্ধব ঠাকরে।

একনাথ শিন্ডে ও উদ্ধব ঠাকরে। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ১৬:৩৯
Share: Save:

শিবসেনার রাশ কার হাতে থাকবে ঠিক করবে নির্বাচন কমিশন। এমনই দাবি করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। পাশাপাশি, সুপ্রিম কোর্টে দায়ের করা উদ্ধব ঠাকরের মামলা খারিজের আবেদন জানালেন তিনি।

গত জুনে শিবসেনায় বিদ্রোহ ঘোষণা করেন শিন্ডে-সহ একাধিক বিধায়ক। শেষমেশ মুখ্যমন্ত্রিত্ব ছাড়েন উদ্ধব ঠাকরে। এর পর শিন্ডে তাঁর বিদ্রোহী বিধায়কদের নিয়ে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেন। শিন্ডে মুখ্যমন্ত্রী হওয়া ইস্তক শিবসেনার রাশ কার হাতে থাকবে, এ নিয়ে দুই শিবিরের মধ্যে চলছে লড়াই।

সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রিত্ব হারানো শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে দাবি করেন, শিবসেনার একমাত্র রাশ তাঁদের হাতে। এ দিকে একনাথ শিন্ডের দাবি, কোনও রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না। গণতান্ত্রিক ভাবে একটি রাজনৈতিক দল রাজ্যের ক্ষমতায় এসেছে। সেই দলের রাশ কার হাতে থাকবে, তা ঠিক করুক নির্বাচন কমিশন। পাশাপাশি, উদ্ধবের দায়ের করা মামলা খারিজের আবেদন করেছেন।

আরও পড়ুন:
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE