Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

মহারাষ্ট্রে ‘পওয়ার প্লে’! এ বার এনসিপি-কে সরকার গঠনের জন্য ডাকলেন রাজ্যপাল

প্রয়োজনীয় সংখ্যক বিধায়কদের সমর্থনের চিঠি পেশ করতে না পারার কারণেই এনসিপি-কে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি। 

অজিত পওয়ার ও শরদ পওয়ার (বাঁ দিক থেকে)। —ফাইল চিত্র

অজিত পওয়ার ও শরদ পওয়ার (বাঁ দিক থেকে)। —ফাইল চিত্র

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ২১:০৬
Share: Save:

শেষ হবে হবে করেও ইতি হল না। আচমকাই চমকপ্রদ মোড় নিল মহারাষ্ট্র নাটকে। শিবসেনার সময় শেষ হয়ে যাওয়ার পরে এ বার এনসিপি-কে সরকার গঠনের জন্য ডেকে পাঠালেন রাজ্যপাল। সেই মতো রাজভবনে দাবি জানিয়ে এসেছেন শরদ পওয়ারের দলের নেতারা।

কেন এমন পরিস্থিতি? রাজভবন সূত্রে খবর, শিবসেনাকে সরকার গঠনের জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু সেই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের সমর্থনের চিঠি পেশ করতে না পারার কারণেই এনসিপি-কে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি।

শিবসেনা-এনসিপি জোটকে সরকার গঠনে বাইরে থেকে সমর্থনের কথা জানালেও শিবসেনাকে সমর্থনের চিঠি দেয়নি কংগ্রেস। তাই সোমবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে আরও সময় চায় শিবসেনা। কিন্তু সেই সময় দিতে রাজি হননি রাজ্যপাল। ২৪ ঘণ্টা সময় পেরিয়ে যাওয়ার পরেই এ দিন রাতে এনসিপি-কে সরকার গঠনের জন্য ডেকে পাঠান তিনি।

আরও পড়ুন: রামমন্দিরের নির্মাণ কাজ শুরু হয়ে যেতে পারে জানুয়ারিতেই

আরও পড়ুন: ফি বৃদ্ধি নিয়ে ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

শিবসেনা নেতা অজিত পওয়ার জানিয়েছেন, রাত সাড়ে আটটায় রাজ্যপাল তাঁদের ফোন করে দেখা করতে বলেন। অজিত পওয়ার ছাড়াও পরে রাজভবনে যান ছগন ভূজবল, জয়ন্ত পাতিল। রাজভবন থেকে বেরিয়ে জয়ন্ত পাতিল বলেন, ‘‘তৃতীয় বৃহত্তম দল হিসেবে আমাদের সরকার গঠনের জন্য ডেকেছিলেন রাজ্যপাল। আমরা সময় চেয়েছি। মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত আমাদের সময় দিয়েছেন রাজ্যপাল। এ বিষয়ে শরিক ও সহযোগী দলের সঙ্গে আমরা কথা বলব। ’’

শিবসেনা ও এনসিপি জোট সরকারকে বাইরে থেকে সমর্থন করবে কংগ্রেস— সোমবার সন্ধ্যার দিকে এই ঘোষণা হতেই মনে হয়েছিল, ২ সপ্তাহেরও বেশি সময়ের সঙ্ঘাত, দড়ি টানাটানি, পরতে পরতে রঙ বদলানো মরাঠা ভূমিতে রাজনৈতিক সঙ্কটের অবসান ঘটতে চলেছে! কিন্তু সন্ধে গড়িয়ে রাত হতেই ছবিটা সম্পূর্ণ পাল্টে যায়। ঘোষণা করা সত্ত্বেও শিবসেনাকে সমর্থনের চিঠি দেয়নি কংগ্রেস। চিঠি দেননি শরদ পওয়ারও। কংগ্রেসের তরফে দলের কার্যকরী কমিটির সদস্য মল্লিকার্জুন খড়্গে জানিয়েছিলেন, ‘‘আগামিকাল (মঙ্গলবার) আমরা ফের এনসিপির সঙ্গে কথা বলব।’’

অন্য দিকে সোমবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করেন শিবসেনার বিধায়করা। নেতৃত্বে ছিলেন দলনেতা উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। রাজভবন থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘আমরা রাজ্যপালকে বলেছিলাম আরও দু’দিন সময় দেওয়া হোক। কিন্তু তা পাইনি। আমাদের সরকার গঠনের দাবিকে অগ্রাহ্য করা হয়নি। কিন্তু সময় দেওয়া হয়নি। রাজ্যে সরকার গঠনের চেষ্টা আমরা চালিয়ে যাব।’’

কিন্তু ততক্ষণে সময় শেষ হয়ে গিয়েছে। আপাতত মহারাষ্ট্রের ভবিষ্যৎ এনসিপি-র উপরেই নির্ভরশীল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maharashtra NCP BJP Shiv Sena Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE