বিধানসভায় আস্থাভোটের আগেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। কিন্তু স্পিকার নির্বাচনে বিদ্রোহী একনাথ শিন্ডে ও বিজেপির জোটকে ‘ওয়াকওভার’ দিতে নারাজ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এই পরিস্থিতিতে সোমবারের আস্থাভোটের আগেই রবিবারের স্পিকার নির্বাচনে সংখ্যার লড়াই হবে দু’পক্ষের।
শনিবার স্পিকার ভোটে ‘মহাবিকাশ আঘাডী’ (শিবসেনার পাশাপাশি এনসিপি এবং কংগ্রেস যে জোটের অংশ) প্রার্থী হিসেবে রত্নগিরি জেলার প্রভাবশালী শিবসেনা বিধায়ক রঞ্জন সালভির নাম ঘোষণা করা হয়। তিন দলের নেতাদের সঙ্গে গিয়ে মনেোনয়ন পেশ করেন তিনি। তার আগে স্পিকার নির্বাচনে শাসকজোটের প্রার্থী, কোলাবার বিজেপি বিধায়ক রাহুল নরবেকর মনোনয়ন জমা দেন।