বিধানসভায় রাজ্যের সমস্যা নিয়ে কথাবার্তা চলছে মহারাষ্ট্রের বিধায়কদের মধ্যে। তারই মাঝে নিজের আসনে বসে ফোনে তাসের জুয়া খেলার অভিযোগ উঠল মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকটের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যা দেখে বিতর্ক শুরু হয়েছে গিয়েছে। একযোগে মহায্যুতি জোটকে আক্রমণ শানিয়েছে এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী), কংগ্রেস এবং উদ্ধব ঠাকরে-পন্থী শিবসেনা গোষ্ঠী।
এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী) নেতা রোহিত পওয়ার ঘটনার ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করে তীব্র আক্রমণ করেছেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রীকে। রোহিত লেখেন, ‘যখন রাজ্য একাধিক কৃষি বিষয়ক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং প্রতিদিন কৃষকেরা আত্মহত্যা করছেন, ঠিক সেই সময়েই বিধানসভায় বসে তাসের জুয়া খেলছেন রাজ্যের কৃষিমন্ত্রী।’ যদিও তাসের জুয়া খেলার কথা অস্বীকার করেছেন মানিকরাও। তাঁর বক্তব্য, “ক্যামেরা আছে জেনেও আমি কেন ওই জায়গায় বসে গেম খেলব? আমি জানি না আমার ফোনে কী ভাবে ওই গেম খুলে গিয়েছিল।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)