Advertisement
১৬ জুন ২০২৪
National news

বাঘ খুঁজে দিক সিবিআই, প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন মহারাষ্ট্রের বনমন্ত্রী

জঙ্গল থেকে নিখোঁজ হয়ে যাওয়া বাঘ ‘জয়’এর ব্যাপারে আর হাত গুটিয়ে বসে থাকতে চায় না মহারাষ্ট্র সরকার। তাই সিবিআই-র হস্তক্ষেপ চেয়ে খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিতে চলেছেন মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মুনগান্টিবার।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ১৫:২৯
Share: Save:

জঙ্গল থেকে নিখোঁজ হয়ে যাওয়া বাঘ ‘জয়’এর ব্যাপারে আর হাত গুটিয়ে বসে থাকতে চায় না মহারাষ্ট্র সরকার। তাই সিবিআই-র হস্তক্ষেপ চেয়ে খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিতে চলেছেন মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মুনগান্টিবার।

এ সব হবে নাই বা কেন? এই বাঘ তো আর যে সে নয়, স্বয়ং শাহেনশাহ। শোলে ছবিতে অমিতাভ বচ্চনের চরিত্রের নামেই তার নামকরণ হয়েছিল ‘জয়’। মহারাষ্ট্রের উমরেদ খারহান্ডলা অভয়ারণ্যের এই বাঘটি গত এপ্রিল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ। অনেক খোঁজাখুজি করেও হদিশ না মেলায় এ বার তাই সরাসরি সিবিআই-র দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের বনমন্ত্রী বলেন, ‘‘সিবিআই চেয়ে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখব’’। তা ছাড়াও কেউ তার হদিশ দিতে পারলে নগদ ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

২৫০ কিলোগ্রাম ওজনের এই বাঘটির বয়স হয়েছিল সাত বছর। গত ১৮ এপ্রিল শেষ তাকে দেখা গিয়েছিল উমরেদ খারহান্ডলা অভয়ারণ্যে। তার পর থেকে তার গলায় লাগানো রেডিও কলারও ট্র্যাক করা যাচ্ছে না বলে বন দফতর জানায়। তবে শুধু জয়ই নয়। তার সঙ্গে তার পরিবারের অনেকেই নিখোঁজ। জয়ের ঠাকুরদা ‘রাষ্ট্রপতি’, বাবা ‘দেন্দু’ এবং ভাই ‘বীরু’ও একইসঙ্গে নিখোঁজ।

আরও পড়ুন: পথদুর্ঘটনা এড়াতে এ বার আলো দেবে গরুর শিং

কেন এত গুরুত্ব দিয়ে খোঁজ করা হচ্ছে জয়ের?

বন দফতর সূত্রের খবর, বাঘের সংখ্যা বৃদ্ধিতে জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাত্র সাত বছর বয়সে সে ইতিমধ্যে ২০টি বাচ্চার জনক। তার উপরে পর্যটকদের একটা বড় অংশ তাকে দেখার জন্যই আসে। জয়কে খুঁজে পাওয়া না গেলে মহারাষ্ট্রের পর্যটনেও ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করছে বন দফতর। তা ছাড়াও সিবিআইকে তদন্তভার দেওয়ার পিছনে আরও একটি আশঙ্কা কাজ করছে করছে বন দফতরের। একসঙ্গে এতগুলো বাঘের নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের রেডিও কলারও ট্র্যাক করা যাচ্ছে না। এর পিছনে চোরাশিকারীদের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বন দফতর। তাই আর দেরি না করে সিবিআইকে তদন্তভার দিতে চাইছে মহারাষ্ট্র সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tiger maharastra tiger
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE