Advertisement
E-Paper

মেঘের ‘বীজ’ বুনেও দিল্লিতে বৃষ্টি নামেনি! প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রাজধানীর বাতাসের মান ‘খুব খারাপ’, বাড়ছে শ্বাসকষ্টের সমস্যা

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড (সিপিসিবি)-এর তথ্য বলছে, দিল্লির বাতাসের সামগ্রিক গুণগত মানের সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৫২-এ দাঁড়িয়েছে, যা মঙ্গলবারের গড় একিউআইয়ের তুলনায় ৮০ বেশি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১১:২১
Major surge in pollution levels in Delhi after cloud seeding

দিল্লির বাতাসে বিষ ছড়াচ্ছে। ছবি: পিটিআই।

মেঘের ‘বীজ’ বুনেও লাভ হয়নি। দিল্লিতে নামেনি কৃত্রিম বৃষ্টি! ফলে দিল্লির বাতাসে কমেনি দূষণের মানও! বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানী। সেখানকার বাতাসের গুণগত মান ‘খুব খারাপ’। অনেকেই ভুগছেন শ্বাসকষ্টজনিত সমস্যায়।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড (সিপিসিবি)-এর তথ্য বলছে, দিল্লির বাতাসের সামগ্রিক গুণগত মানের সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৫২-এ দাঁড়িয়েছে, যা মঙ্গলবারের গড় একিউআইয়ের তুলনায় ৮০ বেশি। দিল্লির ৩৮টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩২টি জায়গার বায়ুর মান ‘খুব খারাপ’ পর্যায়ে রয়েছে। কয়েকটি জায়গায় আবার একিউআই ‘ভয়ানক’ পর্যায়ে পৌঁছেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হল বিবেক বিহার (একিউআই ৪১৫), আনন্দ বিহার (একিউআই ৪০৯)। ‘অত্যন্ত খারাপ’ অবস্থা ওয়াজিরপুরের (একিউআই ৩৯৪)।

সিপিসিবি-র তথ্য অনুযায়ী, একিউআই যদি ০-৫০ থাকে, তা হলে সেটি ভাল। ৫১-১০০ হলে সন্তোষজনক। ১০১-২০০ হলে মাঝারি। ২০১-৩০০ হলে খারাপ। ৩০১-৪০০ হলে অত্যন্ত খারাপ। ৪০১-৫০০ হলে ভয়ানক।

মঙ্গলবার দিল্লি সরকারের বহু প্রতীক্ষিত ‘ক্লাউড সিডিং’ প্রক্রিয়া সম্পন্ন করে। আশা করেছিল কৃত্রিম বৃষ্টির। কিন্তু শেষপর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। মঙ্গলবার বেলায় ‘ক্লাউড সিডিং’-এর জন্য একটি সেসনা ২০৬এইচ বিমান উত্তরপ্রদেশের কানপুর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। গন্তব্য ছিল রাজধানীর উত্তর পশ্চিমাঞ্চলের খেকরা, বুরারি, ময়ূরবিহার এবং করোলবাগ। সেখানে বিমানের মাধ্যমে মেঘের উপর ছড়িয়ে দেওয়া হয়েছিল সিলভার আয়োডাইড জাতীয় রাসায়নিক এবং ভোজ্য লবণ। কৃত্রিম ভাবে বাড়ানো হয় শুষ্ক মেঘের আর্দ্রতা। তার পর কাজ শেষে মেরঠে অবতরণ করে বিমানটি। সাধারণত, এই প্রক্রিয়া শেষ হওয়ার ১৫ মিনিট থেকে চার ঘণ্টার মধ্যে যে কোনও সময় বৃষ্টি হয়। দিল্লিতে তেমনটা হয়নি। তার পরেই দিল্লির বাতাসের গুণগত মান নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Delhi Air Pollution AQI Cloud Seeding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy