Advertisement
E-Paper

উস্কানি দিচ্ছেন মমতা: সোনোয়াল

যে স্বেচ্ছাসেবী সংগঠনের মামলার সূত্রে অসমে এনআরসি নবীকরণের কাজ চলছে, সেই ‘অসম পাবলিক ওয়ার্কস’-এর তরফেও আজ মমতা ও অসমে আসা তৃণমূল নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের  করা হয়েছে—ভারতীয় দণ্ডবিধির ১২০বি (ষড়যন্ত্র) ও ১৫৩এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ধর্ম, ভাষা ইত্যাদির ভিত্তিতে সংঘাতের উস্কানি দেওয়া) ধারায়। এই নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ৬টি মামলা দায়ের হল অসমে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ০৪:৪০
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সর্বানন্দ আজ বলেন, ‘‘খসড়া প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উস্কানিমূলক কথা বলছেন। তৃণমূলের প্রতিনিধিরা কু-অভিসন্ধি নিয়ে বরাকে এসে প্রশাসনের সঙ্গে অভব্য আচরণ করেছেন। তবে রাজ্যের বাংলাভাষীরা প্ররোচনায় পা না দিয়ে বাঙালি-অসমিয়া সম্প্রীতিকে সম্মান জানিয়েছেন।’’ অসমে যাওয়া তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য সাংসদ সুখেন্দুশেখর রায় এ প্রসঙ্গে বলেন, ‘‘আশির দশকে অসমে নেলির গণহত্যার সঙ্গে কার নাম জড়িয়ে রয়েছে ও সেই ব্যক্তি এখন কোন পদে বসে, তা সবাই জানেন। সেই প্রেক্ষাপট জানেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সতর্ক করেছেন।’’

যে স্বেচ্ছাসেবী সংগঠনের মামলার সূত্রে অসমে এনআরসি নবীকরণের কাজ চলছে, সেই ‘অসম পাবলিক ওয়ার্কস’-এর তরফেও আজ মমতা ও অসমে আসা তৃণমূল নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে—ভারতীয় দণ্ডবিধির ১২০বি (ষড়যন্ত্র) ও ১৫৩এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ধর্ম, ভাষা ইত্যাদির ভিত্তিতে সংঘাতের উস্কানি দেওয়া) ধারায়। এই নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ৬টি মামলা দায়ের হল অসমে।

শিলচরে কর্মরত দুই পুলিশ কনস্টেবল রুবি দাস এবং শম্পা দাসও আজ এফআইআর দায়ের করেছেন। এজাহারে রুবির দাবি, বৃহস্পতিবার তৃণমূল নেতাদের বিমানবন্দর চত্বরে হাত জোড় করে বলা হয়েছিল, সরকারি নির্দেশের কথা। তখনই তাঁরা মারধর শুরু করেন। মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়া সকলের নামই এফআইআর-এ রয়েছে। কাছাড়ের পুলিশ সুপার রাকেশ রৌশন জানিয়েছেন, ফৌজদারি কার্যবিধির ৩৫৩, ৩২৩, ৩৮ ধারায় অভিযোগ হয়েছে। রুবি ও শম্পাকে ইতিমধ্যে নগদ অর্থে পুরস্কৃত করেছেন এডিজি মুকেশ অগ্রবাল।

সুখেন্দুবাবু বলেন, ‘‘সাহস থাকলে ভিডিও ফুটেজ দেখাক ওরা। কে, কার গায়ে হাত দিয়েছে, প্রমাণ হয়ে যাবে।’’ তৃণমূলের ‘নিগৃহীত’ তিন মহিলা সাংসদ অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করেছেন বলেই সেখানকার মহিলা কনস্টেবলদের দিয়ে পাল্টা এফআইআর করানো হল বলে তাঁর দাবি। শিলচরে প্রতিনিধি দলকে ‘হেনস্থা’র অভিযোগে এ দিন রাজ্যজুড়ে কালাদিবস পালন করে তৃণমূল। আজ, রবিবারও তা করা হবে।

NRC Assam Mamata Banerjee Sarbananda Sonowal সর্বানন্দ সোনোয়াল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy