Advertisement
E-Paper

নোটবন্দির বদলা ভোটবন্দি: সপাকে পাশে নিয়ে লখনউ থেকে হুঙ্কার মমতার

যে গোবলয়ে তুফান তুলে আজ প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী, সেই গোবলয়ের প্রাণকেন্দ্র থেকেই মোদীকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এত দিন পর্যন্ত নোট সঙ্কট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সীমাবদ্ধ ছিল বাংলার রাজধানী থেকে দেশের রাজধানীর মধ্যে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ১৪:২৪
লখনউতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল। —নিজস্ব চিত্র।

লখনউতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল। —নিজস্ব চিত্র।

যে গোবলয়ে তুফান তুলে আজ প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী, সেই গোবলয়ের প্রাণকেন্দ্র থেকেই মোদীকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এত দিন পর্যন্ত নোট সঙ্কট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সীমাবদ্ধ ছিল বাংলার রাজধানী থেকে দেশের রাজধানীর মধ্যে। এ বার তার বাইরেও পা রখলেন তৃণমূলনেত্রী। উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে র‌্যালি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর র‌্যালিতে যোগ দিল উত্তরপ্রদেশের ক্ষমতাসীন দল সমাজবাদী পার্টিও। লখনউয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? কতটা চড়ল সুর? জেনে নিন:

• লখনউতে ভাষণ শেষ করে মঞ্চ থেকে নিজেই স্লোগান তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘মোদী জায়েগা? হাঁ জায়েগা’, ‘মোদীজি হায় হায়’, ‘তানাশাহি নেহি চলেগা’— তৃণমূলনেত্রীর সঙ্গে গলা মিলিয়ে স্লোগানে সরগরম গোমতীনগর চক।

• নরেন্দ্র মোদী যে পদক্ষেপ করেছেন, তা গরিবের স্বার্থে নয়। মোদী দেশকে বিক্রি করছেন। তাই সবাইকে একজোট হতে হবে। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

• লখনউ র‌্যালি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, ‘‘বিজেপিকে একটাও ভোট দেবেন না।’’

• ‘‘এক হাজার টাকা যদি কালো হয়, তা হলে দু’হাজার টাকা কি সাদা হবে?’’ প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• ‘‘ক্ষমতা থাকলে আমাকে জেলে ভরুন। দেখি আপনার কত ক্ষমতা।’’ লখনউ থেকে মোদীকে চ্যালেঞ্জ মমতার।

• ‘‘এ বার মাসের শুরুতে বেতন হওয়ার সময় দেখুন কী বিশৃঙ্খল অবস্থা হয়। তখন দেখা যাবে মানুষ আপনাকে পুজো করে, না অন্য কিছু করে।’’ বললেন তৃণমূলনেত্রী।

• ‘‘মেয়ের বিয়ে দিতে হলে কি এ বার প্রধানমন্ত্রীর পায়ে পড়তে হবে?’’ উষ্মা প্রকাশ করলেন মমতা।

• ‘‘আপনি জবরদস্তি করছেন মোদীজি, আপনি জবরদস্তি করছেন। জরুরি অবস্থার সময়েও এই রকম হয়নি।’’ তীব্র ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার আগে দেশের বিভিন্ন এলাকায় জমি কিনেছে বিজেপি। লখনউ র‌্যালির মঞ্চ থেকে কাগজ দেখিয়ে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিজেপি সভাপতি অমিত শাহের দিকেই আঙুল তুললেন তৃণমূলনেত্রী।

• উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের নির্বাচনের আগে ছক কষে নোট বাতিলের পদক্ষেপ করেছে বিজেপি, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

• নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতেই হবে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী এবং বিজেপিকে তীব্র কটাক্ষও করলেন। বললেন, ‘‘আমরা সবাই চোর, আর আপনি একা বড় সাধু! আপনি ছুপা রুস্তম।’’

• ‘‘নোটবন্দির প্রতিবাদে ভোটবন্দি করুন ওঁদের।’’ লখনউ র‌্যালি থেকে মোদীকে বিচ্ছিন্ন করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• গোমতীনগর এলাকায় তৃণমূলনেত্রীর সভা শুরু, নোট বাতিলের সিদ্ধান্তকে ফের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• লখনউয়ে মমতার বন্দ্যোপাধ্যায়ের সভাকে প্রকাশ্য সমর্থন সে রাজ্যের ক্ষমতাসীন দল সমাজবাদী পার্টির।

আরও পড়ুন: ‘হয় মরব, নয় বাঁচব, কিন্তু মোদীকে ভারতবর্ষের রাজনীতি থেকে সরাব!’

(বিস্তারিত আসছে)

Mamata Banerjee Lucknow Rally SP Supports Mamata High Pitched Attack Demonetisation Issue
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy