ক্রিকেট বল জানলা গলে বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল। হন্তদন্ত হয়ে এক যুবক শিক্ষকের বাড়ি ঢুকে পড়লেন। সামনেই বসে ছিলেন শিক্ষক। তাঁকে সটান প্রশ্ন করেন, ‘বলটা দিন তো স্যর?’ বলের কথা শুনে শিক্ষক একটু স্তম্ভিতই হয়ে যান। তিনি ঘরে যেখানে বসেছিলেন, সেখানে কোনও বল ঢুকতে দেখেননি। আর সে কথাই ওই যুবককে জানান শিক্ষক।
শিক্ষকের এ কথা শুনেই ওই যুবক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার পর আচমকাই শিক্ষকের উপর হামলা চালান। অভিযোগ শিক্ষককে প্রথমে ভাঙা বোতল দিয়ে আঘাত করেন। তার পর ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। ঘটনাটি কর্নাটকের বাগালকোটের। আক্রান্ত শিক্ষকের নাম রামাপ্পা পুজারী। হামলাকারী যুবকের নাম পবন যাদব।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, শিক্ষকের বাড়ির কাছেই থাকেন পবন। মঙ্গলবার বাড়িতে বসে ছিলেন। সেই সময়েই এই ঘটনা ঘটে। শিক্ষকের মুখে এবং মাথায় আঘাত করেছেন পবন। রক্তাক্ত অবস্থায় শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনার পর থেকে পলাতক পবন। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।