স্ত্রীর সঙ্গে তর্কাতর্কির সময় কষিয়ে চড় মেরেছিলেন সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান মহিলা। জ্ঞান না ফেরায় সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার ভেবেছিলেন স্ত্রীর মৃত্যু হয়েছে। আর তার পরই দিশাহারা হয়ে পড়েন তিনি। আতঙ্কিতও হয়ে পড়েন। শেষমেশ আত্মহত্যার সিদ্ধান্ত নেন। জ্ঞান ফিরতেই স্ত্রী দেখেন স্বামীর দেহ ঝুলছে।
জানা গিয়েছে ঘটনাটি হায়দরাবাদের রাজেন্দ্রনগরের। মৃত ইঞ্জিনিয়ারের নাম কুমারস্বামী। নেল্লোরের বাসিন্দা হলেও কর্মসূত্রে স্ত্রী মৌনিকাকে নিয়ে হায়দরাবাদে থাকতেন। পুলিশ সূত্রে খবর, সোনার একটি ব্রেসলেট নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। ব্রেসলেট খুঁজে না পাওয়ায় মেজাজ সপ্তমে চড়ে গিয়েছিল কুমারস্বামীর। তখনই রাগের বশে স্ত্রী মৌনিকাকে জোরে একটি চড় মারেন তিনি। আর সেই অভিঘাতে অচৈতন্য হয়ে পড়েন মৌনিকা।
আরও পড়ুন:
বেশ কিছু পরেও মৌনিকার জ্ঞান না ফেরায় আতঙ্কিত হয়ে পড়েন কুমারস্বামী। তার পরই আত্মহত্যা করেন ওই ইঞ্জিনিয়ার। পুলিশ জানিয়েছে, ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। কুমারস্বামীর স্ত্রী পুলিশের কাছে দাবি করেছেন, তাঁদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। তার পরই স্বামী তাঁকে চড় মারেন। তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। জ্ঞান ফিরতেই দেখেন স্বামীর দেহ ঝুলছে।