গার্হস্থ্য হিংসার রেশ গিয়ে ঠেকল হাসপাতালে। বাড়িতে স্বামীর হাতে মারধরে জখম স্ত্রী খুন হলেন হাসপাতালের শয্যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ির করুর জেলায়।
রবিবার সকালে রোগীকে দেখার নাম করে কুলিথলাই সরকারি হাসপাতালের একটি ঘরে ঢুকেছিলেন এক যুবক। কিন্তু ওই রোগিণীকেই ছুরি বার করে একের পর এক কোপ দেন তিনি। ঘটনার আকস্মিকতায় চমকে যান অন্যান্য রোগী থেকে হাসপাতালের কর্মীরা। রক্তাক্ত অবস্থায় কিছু ক্ষণের মধ্যে হাসপাতালের শয্যায় মৃত্যু হয় মহিলার। খুন করে পালিয়ে যান সেই যুবক।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে রোগিণীর স্বামীই তাঁকে হাসপাতালে দেখতে এসে খুন করে পালিয়ে যান। অভিযুক্তের নাম বিশ্রুত। মৃতার নাম শ্রুতি। শনিবার রাতে বাড়তে ঝগড়া করেছিলেন দম্পতি। সেই সময় স্ত্রীকে মারধরও করেন বিশ্রুত। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করান পরিবারের অন্য সদস্যেরা।
আরও পড়ুন:
রবিবার সকালে স্ত্রীকে দেখতে যাওয়ার নাম করে হাসপাতালের নির্দিষ্ট ঘরে ঢোকেন বিশ্রুত। অভিযোগ, শয্যাশায়ী স্ত্রীর কাছে গিয়েই জামার ভিতর থেকে ছুরি বার করেন যুবক। এলোপাথাড়ি কুপিয়ে চটজলদি হাসপাতাল থেকে পালিয়ে যান। শোরগোল শুরু হয় হাসপাতাল জুড়ে। ইতিমধ্যে খুনের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পলাতক স্বামীর খোঁজ চলছে।