Advertisement
১৯ এপ্রিল ২০২৪
bomb

Lunchbox Bomb: ‘লাঞ্চবক্স’ বোমা ফেটে মৃত্যু বাবা-ছেলের!

পুলিশ সূত্রে খবর, ফজল এবং তাঁর ছেলে শহিদুল কান্নুরে বাতিল লোহা-লক্করের কুড়ানোর কাজ করতেন। অসমের বাসিন্দা তাঁরা।

শহিদুল এবং তাঁর বাবা ফজল।

শহিদুল এবং তাঁর বাবা ফজল।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ২২:২৬
Share: Save:

টিফিন বাক্স ভেবে স্টিল বোমা কুড়িয়ে নিয়েছিলেন এক ব্যক্তি ও তাঁর ছেলে। সেই বোমা ফেটে মৃত্যু হল ফজল হক নামে ওই ব্যক্তির। বিস্ফোরণে হাত উড়ে যায় তাঁর ছেলে শহিদুলের। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হত তাঁরও। ঘটনাটি কেরলের কান্নুরের।

পুলিশ সূত্রে খবর, ফজল এবং তাঁর ছেলে শহিদুল কান্নুরে বাতিল লোহা-লক্কড় কুড়ানোর কাজ করতেন। সেখানে একটি ভাড়া বাড়িতে কয়েক জনের সঙ্গে ফজল এবং তাঁর ছেলে থাকতেন। বৃহস্পতিবার লোহা-লক্কড় কুড়োতে বেরোন বাবা-ছেলে। এক জায়গায় একটি টিফিনবাক্স পড়ে থাকতে দেখেন। সেটা কুড়িয়ে নেন তাঁরা।

এর পরই টিফিনবাক্সটি ফজল খুলতেই জোরালো বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফজলের। গুরুতর জখন অবস্থায় শহিদুলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অসমের বাসিন্দা ফজল এবং তাঁর ছেলে। কর্মসূত্রে কেরলে এসেছিলেন।

তবে এই বোমা কোথা থেকে এল, কারা ফেলে গেল তা খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bomb Explosion kerala Assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE