ধর্ষণের অভিযোগ আবার উত্তরপ্রদেশে। ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তকে। ঘটনাটি উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শৌচকর্মের জন্য বুধবার রাতে বাড়ির বাইরে বেরিয়েছিল নাবালিকা। সেই সময়ে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। এর পরই তদন্তে নেমে গৌরব কুমার নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:
মুজফ্ফরপুরের চার্টওয়াল থানার ওসি রাকেশ শর্মা জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন:
গত বছর ৪ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সম্প্রতি এক যুবককে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে গাজিয়াবাদের বিশেষ আদালত। ধর্ষণের মতো ঘটনায় সাজা ঘোষণার পরেও যে এই অপরাধ কমছে না, মুজফ্ফরনগরের ঘটনায় তা আরও এক বার প্রমাণ হল। উত্তরপ্রদেশে অতীতে একাধিক নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে। উন্নাও, হাথরসে ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছে সে রাজ্যের রাজনীতি। রাজ্যের নারীরা নিরাপদ নন বলে বার বার সরব হয়েছে বিরোধীরা। এই আবহে আবার সে রাজ্যে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এল।