মাত্র ৬০ সেকেন্ড, আর তার মধ্যেই বাইক চুরি করে নিয়ে পালাতেন। একশোরও বেশি বাইক চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ। ১১২টি বাইক চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম প্রসাদ বাবু। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর ছেড়ে দিয়েছিলেন। তার পর গ্যারাজে কাজ করা শুরু করেন। মেকানিকের কাজ করতে করতে আরও বেশি রোজগারের তাগিদে তাঁর বিদ্যাকে চুরির কাজে প্রয়োগ করা শুরু করেন। প্রথমে একটি বাইক চুরি করেন। মাত্র এক মিনিটের মধ্যে সেই বাইকটি চুরি করেছিলেন প্রসাদ। তার পর সেই বাইকটি বিক্রিও করেন।
প্রথম বারের চেষ্টায় সফল হওয়ায় পাকাপাকি ভাবে বাইক চুরি করা শুরু করেন প্রসাদ। পুলিশ জানিয়েছে, কোনও বড় যন্ত্রাংশ নয়, বাইক চুরির জন্য হাতিয়ার হিসাবে প্রসাদ ব্যবহার করতেন একটি স্ক্রু ড্রাইভার, ব্লেড এবং পাথর। মূলত বেঙ্গালুরু, হোয়াইটফিল্ড, মহাদেবপুর এলাকা থেকে বাইক চুরি করা শুরু করেন প্রসাদ। রাতে বাস ধরে অন্ধ্রপ্রদেশের চিত্তুর থেকে বেঙ্গালুরু যেতেন। তার পর শহরের অলিগলি ঘুরে রেকি করতেন। রাতে ‘অপারেশন’ চলত প্রসাদের।
পুলিশ জানিয়েছে, গত তিন বছরে ১১২টি বাইক চুরি করেছেন প্রসাদ। বাইকের হ্যান্ডল লকে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে পাথর দিয়ে আঘাত করে সেটি খুলে ফেলতেন। এ কাজের জন্য তাঁর সময় লাগত মাত্র ৬০ সেকেন্ড। তার পর সেই বাইক নিয়ে সোজা চিত্তুরে চলে আসতেন। তার পর সেগুলি ২০-৪০ হাজার টাকার বিনিময়ে ভিন্রাজ্যে পাচার করে দিতেন।