ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। চাকরি দরকার। অভিনব উপায়ে বিভিন্ন সংস্থায় চাকরির আবেদনপত্র এবং নিজের বায়োডেটা জমা দিলেন এক যুবক। বেঙ্গালুরুর ওই যুবকের নাম আমন খান্ডেলওয়াল। তিনি ‘পেস্ট্রি’র বাক্সে বায়োডেটা ভরে জমা দিয়েছেন বিভিন্ন স্টার্ট আপ সংস্থায়।
সম্প্রতি আমন টুইটারে নিজের বায়োডেটা ভরা ‘পেস্ট্রি’র বাক্স আর নিজের ছবি পোস্ট করেন। বাক্সের ঢাকনায় লেখা, ‘বেশির ভাগ সিভির গন্তব্য আবর্জনার পাত্র। কিন্তু আমারটা আপনার পেটে।’’
Dressed as a @zomato delivery boy I delivered my resume in a box of pastry.
— Aman Khandelwal (@AmanKhandelwall) July 2, 2022
Delivered it to a bunch of startups in Bengaluru.
Is this a @peakbengaluru moment.@zomato #resume pic.twitter.com/HOZM3TWYsE
ছবিতে দেখা গিয়েছে, আমন জোমাটোকর্মীর লাল পোশাক পরে রয়েছেন। লিখেছেন, ‘জোমাটো ডেলিভারি বয়ের পোশাক পরে আমার সিভি পেস্ট্রির বাক্সে ভরে বেঙ্গালুরুর বেশ কিছু স্টার্ট আপ সংস্থায় পৌঁছে দিয়েছি।’ গত ২ জুলাই টুইটারে এই ছবি পোস্ট করেন আমন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে ৩,৭০০ লাইক পড়েছে।
নেটমাধ্যমে কেউ বাহবা দিয়েছেন। এক জন আবার লিখেছেন, সিভি দেওয়ার এই ‘অভিনব’ পদ্ধতি আমনের নিজের নয়। ২০১৬ সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে এ ভাবেই সিভি জমা দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন এক যুবক। তিনি ডোনাটের বাক্সে নিজের সিভি পৌঁছে দিয়েছিলেন দফতরে দফতরে।