Advertisement
০২ মে ২০২৪
Murder

স্ত্রীকে বিচ্ছেদে ‘প্ররোচনা’! প্রকাশ্যে শাশুড়িকে কুপিয়ে খুন করে পালালেন জামাই

পুলিশ জানিয়েছে, শাশুড়ির উপর খুব রাগ ছিল রাজেশের। তাঁর ধারণা ছিল, স্ত্রীকে বিচ্ছেদের জন্য ‘প্ররোচনা’ দিচ্ছেন তিনি।

representational image of death

ছবি: প্রতিনিধিত্বমূলক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
বিজয়ওয়াড়া শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ১১:৩৬
Share: Save:

উড়ালপুলের উপর ৪৮ বছরের মহিলাকে কুপিয়ে খুন। অভিযুক্ত তাঁর জামাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রী বিচ্ছেদের মামলা করেছেন। তার জন্য স্ত্রীর মাকে দায়ী করে খুন করেছেন জামাই। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার ঘটনা।

শনিবার রাত ৯টা নাগাদ বিজয়ওয়াড়ার চানুমোলু ভেঙ্কটরাও উড়ালপুলে এই কাণ্ড ঘটে। অভিযুক্তের নাম রাজেশ। তিনি বাড়ি বাড়ি ঘুরে কাপড় বিক্রি করতেন। অভিযোগ, শাশুড়ি কালামণিকে তিনি খুন করেছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। বিজয়ওয়াড়া পশ্চিমের এসিপি হনুমান্থা রাও বলেন, ‘‘জামাই খুনটি করেছেন। মৃতা তাঁর শাশুড়ি হন। কোর্টে বিচ্ছেদের মামলা চলছে।’’

পুলিশ জানিয়েছে, শাশুড়ির উপর খুব রাগ ছিল রাজেশের। তাঁর ধারণা ছিল, স্ত্রীকে বিচ্ছেদের জন্য ‘প্ররোচনা’ দিচ্ছেন তিনি। তাঁর ‘উস্কানি’তেই বিচ্ছেদের মামলা করেছেন তরুণী। তার জেরেই নারকেল কাটার কাস্তে দিয়ে শাশুড়িকে খুন করেন রাজেশ। তার পর থেকেই ফেরার তিনি। পুলিশ খোঁজ করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder son in law Andhra Pradesh Divorce
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE