এক প্রৌঢ়কে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ৩০ বছরের যুবকের বিরুদ্ধে। ম্যাঙ্গালুরুর ঘটনা। নিহত সুলেমান পেশায় ঘটক ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুস্তাফা নামে অভিযুক্ত যুবকের জন্য পাত্রী খুঁজে দিয়েছিলেন তিনি। কিন্তু বিয়ে ভেঙে যায়। সেই রাগেই প্রৌঢ়কে যুবক খুন করেছেন বলে অভিযোগ। তাঁর দুই পুত্রকেও মুস্তাফা কোপানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ। প্রৌঢ়ের দুই পুত্র হাসপাতালে ভর্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আট মাস আগে শাহিনাজ় নামে এক মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল অভিযুক্ত মুস্তাফার। পাত্রী খুঁজে দিয়েছিলেন সুলেমান। দু’মাস আগে বিয়ে ভেঙে বাপের বাড়ি চলে যান শাহিনাজ়। মুস্তাফার সেই রাগ গিয়ে পড়ে সুলেমানের উপর।
অভিযোগ, বুধবার রাতে ফোন করে সুলেমানকে ডেকে পাঠান মুস্তাফা। দুই পুত্র রিয়াব এবং সিয়াবকে নিয়ে মুস্তাফার বাড়িতে হাজির হন প্রৌঢ়। যুবকের সঙ্গে বচসা হয় বলে অভিযোগ। সুলেমান যখন মুস্তাফার বাড়ি থেকে বার হচ্ছেন, তখন তাঁকে কোপান যুবক। তাঁর দুই পুত্রের শরীরেও এলোপাথাড়ি কোপ মারেন। স্থানীয়েরা সঙ্গে সঙ্গে পিতা ও দুই পুত্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা প্রৌঢ়কে মৃত ঘোষণা করেন। তাঁর দুই পুত্রের চিকিৎসা চলছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।