জামিয়া মিলিয়ার পর এ বার শাহিন বাগ। সিএএ বিরোধী ধর্না-বিক্ষোভ স্থলের কাছে গিয়ে গুলি চালাল এক যুবক। শনিবার বিকেলে শাহিন বাগে পুলিশি ব্যারিকেডের কাছে দাঁড়িয়েই আচমকা সে গুলি চালায়। যদিও এতে কেউ হতাহত হননি।
জামিয়া- মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে এক কিশোরের গুলি চালনার ঘটনার দু’দিনের মধ্যেই শাহিন বাগে এই ঘটনা ঘটল। যে যুবক গুলি চালিয়েছে, তাকে গ্রেফতার করেছে। ঘটনার প্রকাশিত ভিডিয়োতে হামলাকারীকে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলতেও শোনা গিয়েছে। তার নাম কপিল গুর্জর। বাড়ি দিল্লিতেই।
বৃহস্পতিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে সিএএ-বিরোধীদের উদ্দেশে এক ১৭ বছর বয়সী কিশোর পিস্তল দিয়ে গুলি ছুড়েছিল। সেই ঘটনায় এক ছাত্র আহত হয়েছিলেন।
আরও পড়ুন: শাহিন বাগের সঙ্গে কথা বলে সিএএ সংশয় দূর করতে চায় মোদী সরকার, টুইট রবিশঙ্করের
#ShaheenBagh में फायरिंग करने वाला बोल रहा है कि हमारे देश में और किसी की नहीं चलेगी केवल हिंदुओं की चलेगी #शाहीनबाग़ #ShaheenBaghProtest #ShaheenBaghProtests pic.twitter.com/BfsyGSNAmd
— Vivek Bajpai विवेक बाजपेयी (@vivekbajpai84) February 1, 2020