৩০ বছরের যুবককে তাঁর কিশোরী কন্যার সঙ্গে সঙ্গে মিশতে বারণ করেছিলেন মা। অভিযোগ, রাগে সেই কিশোরীর গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন জিতেন্দ্র চন্দ্রকান্ত তুম্বে ওরফে জিতু নামে ওই যুবক। মুম্বইয়ের ঘটনা। ১৭ বছরের কিশোরীর শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। সঙ্কটজনক অবস্থায় সে হাসপাতালে ভর্তি। যুবকের হাত, গোপনাঙ্গ পুড়ে গিয়েছে। তিনিও ওই একই হাসপাতালে ভর্তি। কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করেছে পুলিশ।
কিশোরী মুম্বইয়ের আন্ধেরির বাসিন্দা। বাবা, মা, তিন ভাইবোনের সঙ্গে থাকে সে। তার বাবা গাড়ি চালান। মা দর্জির কাজ করেন। কিশোরীর মায়ের অভিযোগ, ছ’মাস আগে তাঁদের এক প্রতিবেশী জানিয়েছিলেন, জিতুর সঙ্গে ঘুরতে দেখা যায় তাঁর কন্যাকে। তার পরেই জিতুকে ডেকে সাবধান করেছিলেন কিশোরীর মা। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কোনও ভাবেই তিনি যাতে কিশোরীর সঙ্গে না মেশেন।
আরও পড়ুন:
রবিবার রাতে স্থানীয় এক জন ফোন করে ওই মহিলাকে জানান, তাঁর কন্যার উপর হামলা হয়েছে। ঘটনাস্থলে তিনি পৌঁছে দেখেন, কন্যার শরীরে অনেকটা অংশ পুড়ে গিয়েছে। পুলিশের সহায়তায় মেয়েকে হাসপাতালে ভর্তি করান। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।