আবার মহিলা নির্যাতন পুণেতে। এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার হলেন ১৯ বছরের এক তরুণী। ছুরি দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মধ্যপ্রদেশের বাসিন্দা। পুণেতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওই আত্মীয় যুবকের সঙ্গেই পুণে জেলার একটি গ্রামের এক নির্জন জায়গায় দাঁড়িয়ে শনিবার রাতে কথা বলছিলেন। সেখানে বাইকে চেপে আসেন দুই অভিযুক্ত। তার পরেই ছুরি বার করে ভয় দেখান নির্যাতিতাকে। পাশাপাশি, তাঁর আত্মীয়কেও ভয় দেখান। নির্যাতিতা থানায় অভিযোগ করে বলেন, ওই আত্মীয়কে তাঁর সঙ্গে ‘অশ্লীল’ আচরণ করতে বাধ্য করেছিলেন অভিযুক্তেরা। তার পরেই সেই ভিডিয়ো তুলে রেখেছিলেন। দাবি করেছিলেন, ওই ভিডিয়ো প্রকাশ করে দেবেন। গ্রামের সকলকে জানাবেন, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে নির্যাতিতার। ওই আত্মীয়কে খুনের হুমকিও দেন। শেষ পর্যন্ত তরুণীকে ধর্ষণ করে তাঁর সোনার গয়না নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।
আরও পড়ুন:
অভিযোগ পেয়ে মামলা রুজু করেছে পুলিশ। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন পুণে (গ্রামীণ) সুপার পঙ্কজ দেশমুখ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এক জনের বয়স ২৫ বছর। দ্বিতীয় জনের বয়স ২৯। এক জন পেশায় গাড়িচালক। দ্বিতীয় জন দিনমজুর।