Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Telangana

Viral: এ ভাবেও চালানো যায়! তেলঙ্গানার স্কুটার চালকের ভিডিয়ো ভাইরাল

এক টুইটার গ্রাহক রসিকতা বলেছেন, ‘আমার ৩২ জিবি ফোনের মতো অবস্থা, যার ৩১.৯ জিবিই ডেটায় ভর্তি।’

এমনই দৃশ্য দেখা গিয়েছে তেলঙ্গানায়। ছবি সৌজন্য টুইটার।

এমনই দৃশ্য দেখা গিয়েছে তেলঙ্গানায়। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৮:১৭
Share: Save:

স্কুটারের সামনে চাকার উপর বস্তা বাঁধা, পা রাখার জায়গাতে কয়েকটি বাক্স। সিটের উপর জিনিসভর্তি কয়েকটি প্যাকেট। আর স্কুটারের সিটের একদম শেষ প্রান্তে হেলমেট পরে বসে আছেন চালক। বলা ভাল প্রায় ঝুলছিলেন তিনি। রাস্তায় পা ঠেকবে বলে গুটিয়ে রেখেছেন। আর সেই অবস্থাতেই স্কুটারটি চালাচ্ছেন।

মালবোঝাই স্কুটারটি দেখে বুঝে ওঠাই দায় সেটি ঠেলাগাড়ি না কি স্কুটার! সম্প্রতি এমনই একটি ভিডিয়ো নিয়ে বেশ চর্চা হচ্ছে নেটমাধ্যমে। ভিডিয়োটি তেলেঙ্গনার। এক টুইটার গ্রাহক রসিকতা বলেছেন, ‘আমার ৩২ জিবি ফোনের মতো অবস্থা, যার ৩১.৯ জিবিই ডেটায় ভর্তি।’

আর এক টুইটার গ্রাহক আবার বলেছেন, ‘আসলে ওই ব্যক্তি ভাড়ার গাড়ির খরচ বাঁচাতে নিজের গাড়িকেই মালগাড়ি হিসেবে ব্যবহার করছেন।’

ভিডিয়োটি তেলঙ্গানা পুলিশের কাছেও পৌঁছয়। তেলঙ্গানা পুলিশ টুইট করে, ‘মোবাইলের ডেটা নষ্ট হয়ে গেলেও সেগুলি উদ্ধার করা সম্ভব। কিন্তু জীবন নয়…। তাই জনসাধারণকে আবেদন জানাচ্ছি, নিজের জীবনকে বিপদে ফেলবেন না। একই সঙ্গে অন্য কারও জীবনও যাতে আপনার জন্য বিপদে না পড়ে সেই বিষয়টিও খেয়াল রাখবেন।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Telangana Scooter Viral video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE