দেব তোমর। মধ্যপ্রদেশের গ্বালিয়রের বাসিন্দা। এ বছরে ইউপিএসসি পরীক্ষায় পাশ করেছেন। সর্বভারতীয় র্যাঙ্ক ৬২৯। ২০১৯ সাল থেকে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিলেন দেব। এটাই ছিল তাঁর শেষ সুযোগ। আর শেষ সুযোগেই বাজিমাত করলেন দেব।
দেব বলেন, ‘‘লোকমুখে শুনেছি আমার ঠাকুরদা চম্বলের ডাকাত ছিলেন। কিন্তু লোকে কী বলল, তা নিয়ে ভাবিনি কোনও দিন। ঠাকুরদা তাঁর পথ বেছে নিয়েছিলেন। আমি আমার পথ।’’ ঠাকুরদা ডাকাত হলেও দেবের পরিবারের বাকি সদস্যেরা কিন্তু উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত। দেব নিজেও এক জন আইআইটি স্নাতক।
আরও পড়ুন:
আইআইটি থেকে পাশ করার পর বিপুল বেতনের চাকরি নিয়ে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন দেব। সেখানে ৮৮ লক্ষ টাকার বেতনে চাকরি করতেন। কিন্তু দেবের লক্ষ্য ছিল অন্য। বিশাল বেতনের চাকরি করেও তিনি নিজেকে অন্য কিছুর জন্য প্রস্তুত করছিলেন। ২০১৯ সাল থেকে ইউপিএসসির প্রস্তুতি শুরু করেন দেব। পর পর ব্যর্থ হয়েছেন। কিন্তু এ বার ছিল তাঁর শেষ সুযোগ। তাই নিজেকে উজাড় করে দিয়েছেন। সাফল্যও এসেছে।
দেবের ঠাকুরদা রামগোবিন্দ সিংহ তোমর। স্থানীয়দের দাবি, তিনি চম্বলের ডাকাত ছিলেন। কিন্তু দেবের বাবা বলবীর সিংহ তোমর সে পথে হাঁটেননি। তিনি সংস্কৃততে পিএইচডি করেন। তার পর স্কুলে শিক্ষকতাও করেছেন। দেব জানান, বাবা তাঁর অনুপ্রেরণা। ও রকম একটি পরিবার থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা ভাবে প্রতিষ্ঠিত করা, বাবার সেই প্রচেষ্টাই তাঁর মনে সাহস জুগিয়েছে। দেব বিবাহিত। এক সন্তান রয়েছে তাঁর। পরিবার সামলানোর পাশাপাশি নিজেকে প্রস্তুত করেছেন এই পরীক্ষার জন্য।