Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Jagannath Temple

জগন্নাথ দর্শনে চাই নেগেটিভ নথি 

মন্দিরের ভিতরে যত্র তত্র স্পর্শ করা বা মাথা ঠেকানো চলবে না। বাইরে থেকে ফুল বা প্রদীপ, এ সব কিছু হাতে মন্দিরে ঢোকাও যাবে না।

পুরীর মন্দির খোলার পরে। বুধবার। পিটিআই

পুরীর মন্দির খোলার পরে। বুধবার। পিটিআই

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ০৪:১৯
Share: Save:

স্বাভাবিকতায় ফেরার পথে পুরীর মন্দিরে প্রথম দিনের ব্যবস্থাপনায় বুধবার ওড়িশা সরকার তথা স্থানীয় প্রশাসন মোটের উপরে সন্তুষ্ট। ৩ জানুয়ারি থেকে পুরীর বাইরে যে কোনও জায়গার দর্শনার্থীই জগন্নাথদেবকে দর্শন করতে পারবেন। তবে এর কিছু শর্ত আছে।

বুধবার ভুবনেশ্বর থেকে ওড়িশার অতিরিক্ত মুখ্যসচিব সুরেশ মহাপাত্র বলেন, ‘‘৩ জানুয়ারি থেকে প্রভু জগন্নাথের মন্দির সবার জন্য খোলা। কিন্তু পুরীর বাইরের ভক্তদের কোভিড নেগেটিভ শংসাপত্র দেখাতে হবে। তবেই মিলবে জগন্নাথ দর্শনের সুযোগ।’’ তিনি জানান, মন্দিরের ভিতরে বসে প্রসাদ খাওয়া নিষেধ। মন্দিরের ভিতরে যত্র তত্র স্পর্শ করা বা মাথা ঠেকানো চলবে না। বাইরে থেকে ফুল বা প্রদীপ, এ সব কিছু হাতে মন্দিরে ঢোকাও যাবে না। এত দিন শুধু সেবায়েতদেরই নিজের নিজের কাজের সময় মন্দিরে ঢোকার অনুমতি ছিল। বুধবার তাঁদের পরিবার-পরিজন মন্দিরে ঢুকেছেন। বর্ষীয়ান সেবায়েত রামচন্দ্র দয়িতাপতি বলেন, ‘‘সব কিছুই মসৃণ ভাবে হয়েছে। ৭০০-৮০০ জন এ দিন দর্শন করেছেন।’’ শনিবার, ২৬ ডিসেম্বর থেকে পুরীর সাধারণ ভক্তেরা পালা করে স্থানীয় পুরপ্রশাসনের বেঁধে দেওয়া সময়ে দর্শনের সুযোগ পাবেন। ১ ও ২ জানুযারি ভিড়ের আশঙ্কায় আবার মন্দির বন্ধ থাকবে।

আরও পড়ুন: ফিউচারকে নিয়ন্ত্রণে অ্যামাজনের প্রচেষ্টা আইন ভাঙার শামিল: আদালত

আরও পড়ুন: ফের কমল সংক্রমণের হার, আশঙ্কা জাগাচ্ছে কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jagannath Temple Puri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE